রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:০২ পূর্বাহ্ন
সংক্রমণের ঝুকিতে তিন চাকার চালক ও যাত্রীরা।
অভয়নগর প্রতিনিধি -কে, এম আলী।
সম্প্রতি অভয়নগর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আভয়নগর উপজেলার চলিশিয়া,পায়রা ও বাগুটিয়া তিনটি ইউনিয়ন ও নওয়াপাড়া পৌর সভার ২,৪,৫, ও ৯ নং ওয়ার্ডকে রেড জোন চিহ্নিত করেছে অভয়নগর উপজেলা প্রশাসন ,ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা, এজাবত করোনা অক্রানের সংখ্যা ১৩০ ও মৃতের সংখ্যা ৪,স্বাস্থ্যবিধি না মানার কারণেই বাড়ছে সংক্রমণের সংখ্যা। এমত অবস্হায় স্বাস্হ্য বিধি মানছে না থ্রী হুইলার ( তিন চাকার ভ্যান, রিক্সা, ইজি বাইক, সি,এনজি টমটন ) চালকেরা। উপজেলার বিভিন্ন অঞ্চলে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী ওঠানোর দৃশ্য চোখে পড়ে, অনেকে আরার মাস্ক পকেটে রেখেই যাত্রী ওঠা নামা করছেন। ফলে মারাত্মক ঝুকির মুখে পরছে এ সব চালক ও যাত্রীরা।
চালকদের সাথে কথা বলে যানা যায়, যাত্রীরা আগের ভাড়ায়ই যাতায়াত করছে, ভাড়া না বাড়ানোর ফলে স্বাস্হ্যবিধি মানা সম্বব হচ্ছে না।
এদিকে যাএীদের দাবি, নিদৃষ্ট কোন ভাড়া না থাকাক কারনে বাধ্য হয়েই এভাবে ঝুকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে।
সচেতন মহলের দাবি, শিগ্রই এর সমাধান হওয়া জরুরী। অন্যথায় ক্রমশ সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে মহামারী রুপ নিতে পারে বলে তারা মনে করছেন।