বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
মসজিদের পাশে ময়লা আবর্জনার স্তুপ! নষ্ট হচ্ছে পরিবেশ, বিপাকে মুসল্লী ও হেফজ খানার ছাএ ছাএী।
কে এম আলীঃ- অভয়নগর নওয়াপাড়া থেকে
অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর সভার প্রান কেন্দ্র বুইকারা গরু হাটা বাইতুল ছালাম জামে মসজিদের পূর্ব পাশে ময়লা আবর্জনার স্তুপ ও উওর পাশের ছাগলের ঘর ঐ মসজিদের মুসল্লী,হেপজ খানার ছাএ /ছাএী ও এলাকার মানুষের জন্য মারাত্মক হ্মতির কারন হয়ে দারিয়েছে। সরোজমিনে গিয়ে দেখা যায় ঐ এলাকার সমস্ত ময়লা আবর্জনা মসজিদের পাশে রেলওয়ের ফাকা জায়গায় ফেলা হচ্ছে। এবং মসজিদের সিমানা ওয়াল ও রেলওয়ের জায়গা অবৈধ দখল করে ফারুক নামের একজন সেখানে ছাগলের ঘর তৈরি করেছে। যার ফলে দু পাশ থেকে আসা দুর্গন্ধ মসজিদের মুসলি হেফজ খানার ছাএছাএী ও ঐ এলাকার মানুষকে মারাত্মক হ্মতির মুখে ফেলছে।
স্হানীয় কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, ঐ এলাকায় ময়লা আবর্জনা ফেলার নির্দিষ্ট কোন স্হান না থাকার কারনেই তাদের বাধ্য হয়ে ঐ খানে ময়লা আবর্জনা ফেলতে হচ্ছে।তারাও এর প্রতিকার চায়।