শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
পতেঙ্গা করোনা হাসপাতালে
১লাখ টাকা ও সুরক্ষা সামগ্রী প্রদান করলেন শিক্ষা উপমন্ত্রী নওফেল
বিশেষ খবরঃ২০জুন(হোসেন বাবলা)
বন্দর-ইপিজেড-পতেঙ্গা করোনা আইসোলেশন সেন্টারে নগদ ১লাখ টাকা সহায়তা ও সুরক্ষা সামগ্রী উপহার প্রদান করেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল আহসান চৌধুরী নওফেল।
তিনি গতকাল ১৯জুন শুক্রবার বিকেলে পতেঙ্গায় সরজমিনে কাটগরস্থ স্কুল মিলনায়তনে অস্থায়ীআইসোলেশন সেন্টারে এই সহায়তা প্রদান করে হাসপাতালের প্রধান সমন্বয়ক ডাঃ হোসেন আহম্মদের নিকট।
এসময় সমন্বয়ক সচিব জাকের আহম্মদ খোকন,সেকান্দার আজম,ছাত্রনেতা আমীর হামজা সহ স্থানীয় নেতৃবৃন্দ হাসপাতাল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন। এসময় মন্ত্রী হাসপাতালের কার্যক্রম দেখে খুবই প্রসংশিত হন এবং যথাযত চিকিৎসা সেবা প্রদানে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।