শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
সাংবাদিক নান্নুর মৃত্যুতে নওয়াপাড়া প্রেসক্লাব ও দৈনিক নওয়াপাড়ার শোক
স্টাফ রিপোর্টার:
শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়ার গর্ব, দৈনিক যুগান্তর পত্রিকার ক্রাইম বিভাগের প্রধান প্রতিবেদক মোয়াজ্জেম হোসেন নান্নুর (৫৫) অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন নওয়াপাড়া প্রেসক্লাব ও দৈনিক নওয়াপাড়া পরিবার। পরিবার সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১১জুন) ঢাকাস্থ নিজ বাসায় গ্যাস লাইনের লিকেজের কারণে অগ্নিদগ্ধ হয়ে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার (১৩ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রীসহ অনেক গুনগ্রাহী রেখে যান। উল্লেখ্য একইভাবে বিগত কয়েক মাস আগে একমাত্র পুত্র অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বরণ করেন। তার অকাল মৃত্যুতে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি আসলাম হোসেন ও সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহমেদসহ দৈনিক নওয়াপাড়া পরিবার গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।