সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামের ১৬ থানার ভিতর ১৫ থানার ওসি রদবদল মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্স এর উদ্যোগে ফ্রী ভ্যাক্সিন ও গাছ বিতরন এবং ডাক্তারী পরামর্শ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্স এর উদ্যোগে ফ্রী ভ্যাক্সিন ও গাছ বিতরন এবং ডাক্তারী পরামর্শ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে চাটগাঁর সংবাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে মামলা-হামলার শিকার বিএনপি নেতা নাজিম উদ্দীন সংবর্ধিত চাঁদা না দেওয়ায় ড্রাইভারকে মারধর গাড়ি ভাংচুর ও টাকা ছিনতাই অভয়নগরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বাঁশখালীতে ১টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জনকে আটক করেছে কোস্ট গার্ড। সিটিজেন ফোরাম ৩৮ নং ওয়ার্ড এর উদ্যোগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা মেট্রোপলিটন হকার ১৪৫৫ এর উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কারাগারে বাড়ছে করোনা পজিটিপের সংখ্যা- আতঙ্কিত বন্দি ও তাদের স্বজনেরা।

 

কারাগারে বাড়ছে করোনা পজিটিপের সংখ্যা- আতঙ্কিত বন্দি ও তাদের স্বজনেরা।

ডেক্স নিউজ  ঃঃ-

খুলনা জেলা কারাগারে আটক বন্দিদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন। গত ছয়দিনে জেলা কারাগারে চারজন করোনা পজেটিভ হয়েছেন। এরমধ্যে রয়েছেন সহকারী প্রধান কারারক্ষী, দুই জন কারারক্ষী এবং একজন কারারক্ষীর স্ত্রী। এ ঘটনায় কারাগার জুড়েই রয়েছে আতঙ্ক। ইতোমধ্যে কারা কর্তৃপক্ষের উদ্যোগে কর্মরত কর্মকর্তা ও কর্মচারিদের করোনা পরীক্ষা কয়েক ধাপে শুরু হয়েছে। তবে কারাগার কর্তৃপক্ষের দাবি, মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই নির্দেশনা মোতাবেক কারাগারে কয়েক দফা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি বন্দিদের সাথে টেলিফোনের মাধ্যমে স্বজনদের কথা বলার ব্যবস্থাও করা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার রাতে পিসিআর ল্যাবের রিপোর্টে জেলা কারাগারের একজন সহকারী প্রধান কারারক্ষী এবং একজন কারারক্ষীর নমুনা করোনা পজেটিভ ধরা পড়ে। এ ঘটনার পরপরই তাদের দুইজনকে করোনা হাসপাতালে (খুলনা ডায়াবেটিক হাসপাতাল) ভর্তি করা হয়। এর দু’দিন পর কারারক্ষীর স্ত্রী’র করোনা পজেটিভ ধরা পড়ে। তবে তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। শনিবার রাতে আরও একজন কারারক্ষীর করোনা পজেটিভ ধরা পড়েছে। এছাড়া কারাগারের প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারি করোনার নমুনা দিয়েছেন তবে রেজাল্ট আসেনি।
জেলে বন্দি থাকা কয়েকজন স্বজনের সাথে আলাপকালে তারা জানান, আমরা আতঙ্কিত। জেলে নানা ধরনের মানুষ থাকে। কার থেকে কি রোগ ছড়ায় বলা যায় না। তাই বন্দিদের চিকিৎসা এবং চলমান করোনাভাইরাস নিয়ে আমরা আতঙ্কিত।
খুলনা জেলা কারাগারের জেলার মোঃ তারিকুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধে আমরা গত ১০ মার্চ থেকে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সর্তক অবস্থায় আছি। কারাগারের মধ্যে এবং বাইরে সচেতনতা বৃদ্ধিসহ নতুন ও আদালত ফেরত বন্দিদের দুই দফায় স্পেশাল ওয়ার্ডে রাখছি।
জেলা কারাগারের জেল সুপার মোঃ ওমর ফারুক বলেন, বর্তমানে সকাল,দুপুর এবং রাতে কারাগারে জীবাণুনাশক ¯েপ্র করা হচ্ছে। সম্প্রতি ভার্চুয়াল আদালতের মাধ্যমে কারাগার থেকে অনেক আসামীর জামিনও হয়েছে। এখন জেলাখানার চাপ আগের তুলনায় কম। আমরা প্রয়োজন মনে করলেই করোনার নমুনা দেওয়ার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাচ্ছি। এখন পর্যন্ত ৪জনের পজেটিভ হওয়ার তথ্য পেয়েছি।
উল্লেখ্য, ১৯১২ সালে ভৈরব নদীর তীর ঘেঁষে খুলনা জেলা কারাগার স্থাপিত হয়। কারাগারে বন্দিদের ধারণ ক্ষমতা ৬০৮ জন। তবে বর্তমানে সাড়ে এগারশ’ বন্দি ও কয়েদি এবং প্রায় আড়াইশ’ স্টাফ রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com