বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সদরঘাট থানার উদ্যোগে থানা কম্পাউন্ডে সিটিজেনস্ ফোরাম কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অর্থনীতিতে ফিশারিজ ডিপার্টমেন্টের অবদানের সুযোগ রয়েছে -সিভাসু উপাচার্য পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হালিশহরের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৫ টিম জিতেছে নওয়াপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ জন সদস্য গ্রেফতার ৪ টি মোটরসাইকেল উদ্ধার অভয়নগরে আরাফাত রহমান কোকো স্বৃগি ফুটবল ট্রুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  অভয়নগরে বিএনপি নেতা ফ,ম মোশাররফ হোসেন এর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত।  জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না -ধর্ম উপদেষ্টা

মীরসরাই কমলদহ এলাকায় ৪০বছরের গাড়ির অবৈধ তৈল ব্যবসা বন্ধ ঘোষণা-ওসি মীরসরাই

মীরসরাই কমলদহ এলাকায় ৪০বছরের গাড়ির অবৈধ তৈল ব্যবসা বন্ধ ঘোষণা-ওসি মীরসরাই

মোহাম্মদ কামরুল হাসান,

মীরসরাইয়ে ৪০ বছরের পুরনো গাড়ির চোরাই তৈলের অবৈধ ব্যবসা বন্ধ ঘোষণা ওসি মজিবুরের;

১৫ই মে বিকেল ৫টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ির চোরাই তৈলের অবৈধ ব্যবসার ৪০ বছর     পোস্টটি দিয়েছিলেন জনপ্রিয় অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক কবির শাহ্ দুলাল।

তা মীরসরাই ওসির নজরে আসামাত্রই অবৈধ তৈলের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে।ছোট কমলদহে পণ্য লুটের অন্যতম হাতিয়ার অবৈধ তেল দোকান!!নড়েছড়ে বসেছে প্রশাসন!!বন্ধ ঘোষণা!

মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকা ছিল অন্ধকার রাতের চোরাকারবারীদের স্বর্গরাজ্য।শুধু রাতেই সীমাবদ্ধ নয়,দিনের আলোতেই চলছে অবাধে তেল চুরি।চাল, তেল, ডাল, চিনি, রড,টাইলস সহ সব ধরণের পণ্য চুরি এই এলাকায় নিত্য দিনের ঘটনা।এসব পণ্য লুটের এবং চোরাচালানের পিছনে রয়েছে একাধিক চোরাই তেলের ছোট ছোট দোকান।যেগুলাকে কেন্দ্র করে সংঘটিত হতো সকল ধরনের অপরাধ কর্মযজ্ঞ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ বাজারে রাতের বেলায় হারিকেল জ্বালিয়ে পরিবহন চালকদের কাছ থেকে চোরাই তেল কিনা সহ পণ্য লুট করতো কিছু চোরা কারবারি।অবশেষে সহযোগীসহ ধরা পড়ল সেই নুরম্নজ্জামান ওরফে(নুরু)।

নুরুজ্জামান নুরু র‍্যাব এর হাতে লুটের চাল সহ আটক হবার পর নড়েচড়ে বসেছে মিরসরাই থানা পুলিশ।অনেক অপকর্মের সত্যতা পেয়েছেন।  এ বিষয়ে মিরসরাই থানার ওসি মুজিবুর রহমান বলেন,দেশের জনপ্রিয় ও সময়ের সাহসী অনলাইন পোর্টাল বিডি ক্রাইম নিউজ ডট কম এর সম্পাদক ও প্রকাশক kabir shah dulal (press) আইডিতে একটি পোস্ট দেখতে পায়,তাই প্রায় ৪০বছরের এই অবৈধ চোরাই তৈলের ব্যবসা নিয়ে তদন্ত করে সত্যতা পেয়েছি তাই বন্ধ ঘোষণা করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ছোট কমলদহ এলাকায় অবৈধ তেল দোকান বন্ধের নির্দেশনা পাওয়ার পর থেকেই কঠোর অবস্থানে মিরসরাই থানা পুলিশ।অবৈধভাবে গড়ে ওঠা তেল দোকান এবং চোরা কারবারির সাথে জড়িত কোন কিছুই আর খুলতে দেওয়া হবে না।চোরাচালান পণ্য লুট এবং অবৈধ তেল দোকানের সাথে যারা জড়িত তাদের শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসা হবে।

ওসি আরো বলেন, মিরসরাই থানা এলাকাকে সম্পূর্ণ অপরাধ মুক্ত রাখার জন্য এবং অবৈধ এসব তেল দোকানের অন্তরালে গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্যকে দমনের জন্য  মিরসরাই থানা-পুলিশ সম্পূর্ণ জিরো টলারেন্স।আশা করছি শীঘ্রই সকলের সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে ছোট কমলদহ এলাকায় অবৈধ তেল দোকানের মাধ্যমে গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্য কে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হবো।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়া সম্পর্কে দেশের জনপ্রিয় ও সাহসী সাংবাদিক কবির শাহ্ দুলাল বলেন,মীরসরাই ওসি মজিবুর রহমানের সাথে ১দিন কথা বলেই বুঝতে দেরী হয়নি মীরসরাইকে অপরাধমমুক্ত করতে তার প্রয়োজন।তাই বিষয়টা ওসি সাহেবকে হোয়াটসঅ্যাপ এ পাঠায়। তাতেই কাজ।  প্রায় ৪০বছরের অবৈধ চোরাই তৈলের ব্যবসা বন্ধ ঘোষণা করে যেই সাহসী পদক্ষেপ নিয়েছেন তা প্রশংসার দাবিদার। সাধারণ জনগন খুবই খুশী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com