রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
সিইপিজেড এলাকায় “করোনা”য় ডিউটিরত পুলিশ সদস্যরা থাকবেন হোটেল ব্লুসম ইন্টাঃ ,,!!
বিশেষপ্রতিনিধিঃঃ- মোঃ শাহরিয়ার রিপন
সিইপিজেড এলাকায় “করোনা”য় ডিউটিরত পুলিশ সদস্যরা থাকবেন হোটেল ব্লুসম ইন্টাঃ, খবরটি নিশ্চিত করেছেন হোটেল ব্লুসম এর মালিক সাদাত গ্রুপের এম ডি আলহাজ্ব মোঃ সৈয়দ নুর সাহেব। তিনি জানান চট্টগ্রাম সি ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা, ওসি তদন্ত ও থনার সেকেন্ড অফিসার এর বিশেষ অনুরোধে,, করোনায় মানব সেবায় নিয়োজিত পুলিশ সদস্যদের কে থাকার জন্য হোটেল ব্লুসম এর মালিক আলহাজ্ব সৈয়দ নুর সাহেব কে অনুরোধ করলে, তিনি তার হোটেল ব্লুসমে,, করোনা মহামারী পরিস্থিতি যতদিন অনুকুল পরিবেশে না ফিরে আসে ততদিন থাকার জন্য উম্মুক্ত করেছেন, করোনায় ডিউটি রত পুলিশ সদস্যরা তাদেরও পরিবার আছে তাই এই মহামারী পরিস্থিতিতে ডিউটি শেষে ঘরে না যেয়ে
কোয়ারান্টাইন করার জন্য ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুরোধ কে স্বাগত জানায়ে তার এই মহতি উদ্যোগে হোটেল ব্লুসম ইন্টাঃ এ থাকার জন্য উম্মুক্ত করেছেন।