শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৩:১০ অপরাহ্ন
“করোনাভাইরাস প্রতিরোধে জন সচেতনতায়”
ইপিজেড -৩৯নং ওয়ার্ডের বিএনপির বিভিন্ন স্পটে খাবার বিতরণ অব্যাহত
প্রেস বিজ্ঞপ্তীঃ ৪ঠা এপ্রিল
সরকারী ছুটির ৭ম দিনেও “করোনাভাইরাস প্রতিরোধে জন সচেতনতায়” ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডের বিভিন্ন স্পটে” সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেলের উদ্যোগে নিম্ম আয়ের অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম ৪ঠা এপ্রিল মনিবার পর্যন্ত অব্যাহেত রেখেছেন বলে প্রেস বার্তায় সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।
”করোনাভাইরাস” প্রতিরোধের কারণে ঘরবন্ধি দিন মজুর,স্বল্প-আয়ের অসহায় মানুষদের দৈনিক প্রায় ৪০০জন কে দুপুরের রান্না করা খাবার তুলেদেন সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপির সভাপতি সরফরাজ কাদের রাসেল।তারে পক্ষে ৭দিনে প্রায় সাড়ে ৩হাজার লোক কে ত্রাণ ও খাবার বিলি হয়।এই কর্মসূচিতে ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ,স্বেচ্ছাসেবকদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দরা ভ্যানে করে ভাসমান লোক,রিক্সা-ভ্যান চালক,ঠেলা চালক এবং অসহায়দের মাঝে এ খাবার বিতরণ শুরু করে ছিলেন ৩১মার্চ মঙ্গলবার দুপুর থেকে।
এসময় সাবেক কাউন্সিলর রাসেলের সাথে উপস্থিত ছিলেন নগর বিএনপির জলবায়ূ সম্পাদক নুরুজ্জামান. থানা বি্এনপির যুগ্ন সম্পাদক জাবেদ আনসারী,সহ-সভাপতি মোঃশাহজাহান,সহ-সম্পাদক মোঃ আলী, মিজানুর রহমান পারুল, সহ-সাংগঠনিক সম্পাদক-নুর উদ্দিন মুন্না,ওয়ার্ড বিএনপির সাঃসম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি মীর ইফতেকার উদ্দিন,শামসুল আলম, এম.মন্জুর আলম, স্বেচ্ছাসেবকদলের মোঃইউসুপ সুমন, যুবদলের মোঃ সুমন,জালাল উদ্দিন,সাইফুর রহমান রনি,সাইফুল ইসলাম, ছাত্রদলের সোহেল,নওশাদ,ইকবাল হোসেন সুমন সহ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সিমেন্ট ক্রসিং মোড়, এস আলম বি.আলম রোড,নেভী হাসপাতাল গেইট মোড়,আলীশাহ মসজিদের সামনে,বন্দরটিলা বাজার মোড়,নারিকেল তলা, আকমল আলী রোড, ব্যারিস্টার কলেজ এরিয়া,নিউ মুরিং,ফকির মোঃ সড়ক, ইপিজেড মোড় সহ অলি-ঘরিতে খেটে খাওয়া মানুষ কে রান্না করা খাবার তুলে দিয়েছেন।বিতরণ কালে সাবেক কাউন্সিলর রাসেল বলেন, আমরা রাজনীতি করি সাধারণ মানুষের সেবা দেওয়ার জন্য এবং তাদের বিপদের সময় সামান্য সহায়তা করে পাশে থাকতে না পারলে কিসের রাজনীতি। তিনি সকল বৃত্তশালী ওদল কে এই সময়ে ঐক্যবদ্ধভাবে সেবাদান করে দূর্যোগ প্রতিরোধে এগিয়ে আসতে বিশেষ আহবান জানান।