শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
লোহাগাড়ায় যৌথ অভিযানে দুই দোকানদারকে জরিমানা ডিবি বন্দর-পশ্চিম বিভাগের টিম-৫২ ১টি ০.১৭৭ কেলিভার এয়ার পিস্তল উদ্ধার করেছে। লোহাগাড়া উপজেলার জাতীয়বাদী বিএনপি পরিবারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। লোহাগাড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্টার লক্ষ্যে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক। খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলা উদ্বোধন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও বর্ষবরণ অনুষ্ঠান সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় অস্বাস্থ্যকর পন্য জব্দ৷ এলএস বাইকারস দের নিয়ে যাত্রা শুরু৷

পতেঙ্গায় ভারটেক্স কন্টেইনার ডিপোর উদ্যোগে অসহায়-দুস্থদের জন্য নিত্যপন্য সামগ্রী বিতরণ।

 

পতেঙ্গায় ভারটেক্স কন্টেইনার
ডিপোর উদ্যোগে অসহায়-দুস্থদের জন্য নিত্যপন্য সামগ্রী বিতরণ

প্রকাশের জন্য খবরঃ২রা এপ্রিল

নগরীর পতেঙ্গা মডেল থানা মারপতে ”করোনা ভাইরাস” সচেতনতায় পতেঙ্গা এলাকাবাসীর সাহার্য্যত্বে ভারটেক্স কন্টেইনার ডিপোর উদ্যোগে অসহায়-দুস্থদের জন্য নিত্যপন্য সামগ্রী বিতরণ দুই দফায় ২রা এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপি ডিপো প্রাঙ্গনে সম্পন্ন হয়।
খবর নিয়ে জানা গেছে যে,পতেঙ্গা এলাকা বেশ কয়েকটি কন্টেইনার ডিপো থাকলে কোন কোম্পানীই সামাজিক কার্যক্রমে না থাকলে ও ভারটেক্স কন্টেইনার ব্যতিক্রম কর্মসূচি নিয়ে বন্দরের আদর্শ পাড়া,পাহাড়তলী থানা এলাকায়,পতেঙ্গা মডেল থানার মাধ্যমে অসহায়-দুস্থদের জন্য নিত্যপন্য সামগ্রী বিতরণ করার বিষয়টি নিশ্চিত করেন ম্যান্টেনিজ সুপার ভাইজার মোঃ শওকত। তিনি সহ প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ নুরুল হক এই কর্মসূচি কে সার্বিক সহায়তা প্রদান করছে।
ব্যতিক্রম কর্মসূচির ব্যাপারে ভারটেক্স’র ব্যবস্থাপনা পরিচালক এম,ফাহিম ইমরান নূর সংবাদ মাধ্যম কে জানান,দেশের এই দূর্যোগকালীন মূহত্বে অসহায়-দুস্থদের সহায়তা করতে পেরে গর্ববোধ এবং এই কার্যক্রমে সর্বমহলে এগিয়ে আসলে আরো সহায়তা পেয়ে দূর্যোগ থেকে কিছুটা হলেও মনোবল ফিরে পাবে।
পতেঙ্গা মডেল থানার ওসি উৎপল বলেন, যেকোন বিপদে-দূর্যোগে শিল্প প্রতিষ্ঠান গুলো মহৎ মনে এগিয়ে আসলে সত্যিই দেশের সহযোগিতা হবে। আর ভারটেক্স গ্রুপ থেকে পাওয়া নিত্যপণ্য গুলো পতেঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা ওঅভাবী-দুস্থদের বিলিবন্টন হবে।
ভারটেক্স কন্টেইনার ডিপোর তথ্যমতে শিল্প এলাকা সহ আশ-পাশের প্রায় ৩০০০(তিন হাজার)পরিবারের কাছে ঘরে ঘরে বিশেষ ব্যবস্থায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বলে জানায়।
সংবাদ প্রেরণে—হোসেন বাবলা/ কাউসার আলম, পতেঙ্গা-চট্টগ্রাম।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com