বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
পতেঙ্গায় ভারটেক্স কন্টেইনার
ডিপোর উদ্যোগে অসহায়-দুস্থদের জন্য নিত্যপন্য সামগ্রী বিতরণ
প্রকাশের জন্য খবরঃ২রা এপ্রিল
নগরীর পতেঙ্গা মডেল থানা মারপতে ”করোনা ভাইরাস” সচেতনতায় পতেঙ্গা এলাকাবাসীর সাহার্য্যত্বে ভারটেক্স কন্টেইনার ডিপোর উদ্যোগে অসহায়-দুস্থদের জন্য নিত্যপন্য সামগ্রী বিতরণ দুই দফায় ২রা এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপি ডিপো প্রাঙ্গনে সম্পন্ন হয়।
খবর নিয়ে জানা গেছে যে,পতেঙ্গা এলাকা বেশ কয়েকটি কন্টেইনার ডিপো থাকলে কোন কোম্পানীই সামাজিক কার্যক্রমে না থাকলে ও ভারটেক্স কন্টেইনার ব্যতিক্রম কর্মসূচি নিয়ে বন্দরের আদর্শ পাড়া,পাহাড়তলী থানা এলাকায়,পতেঙ্গা মডেল থানার মাধ্যমে অসহায়-দুস্থদের জন্য নিত্যপন্য সামগ্রী বিতরণ করার বিষয়টি নিশ্চিত করেন ম্যান্টেনিজ সুপার ভাইজার মোঃ শওকত। তিনি সহ প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ নুরুল হক এই কর্মসূচি কে সার্বিক সহায়তা প্রদান করছে।
ব্যতিক্রম কর্মসূচির ব্যাপারে ভারটেক্স’র ব্যবস্থাপনা পরিচালক এম,ফাহিম ইমরান নূর সংবাদ মাধ্যম কে জানান,দেশের এই দূর্যোগকালীন মূহত্বে অসহায়-দুস্থদের সহায়তা করতে পেরে গর্ববোধ এবং এই কার্যক্রমে সর্বমহলে এগিয়ে আসলে আরো সহায়তা পেয়ে দূর্যোগ থেকে কিছুটা হলেও মনোবল ফিরে পাবে।
পতেঙ্গা মডেল থানার ওসি উৎপল বলেন, যেকোন বিপদে-দূর্যোগে শিল্প প্রতিষ্ঠান গুলো মহৎ মনে এগিয়ে আসলে সত্যিই দেশের সহযোগিতা হবে। আর ভারটেক্স গ্রুপ থেকে পাওয়া নিত্যপণ্য গুলো পতেঙ্গা এলাকার স্থায়ী বাসিন্দা ওঅভাবী-দুস্থদের বিলিবন্টন হবে।
ভারটেক্স কন্টেইনার ডিপোর তথ্যমতে শিল্প এলাকা সহ আশ-পাশের প্রায় ৩০০০(তিন হাজার)পরিবারের কাছে ঘরে ঘরে বিশেষ ব্যবস্থায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় বলে জানায়।
সংবাদ প্রেরণে—হোসেন বাবলা/ কাউসার আলম, পতেঙ্গা-চট্টগ্রাম।