বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:১১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪৭৫.২৫ কোটি টাকার চেক মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর। হযরত আব্দুল কাদের জ্বিলানী (রহঃ) সুন্নিয়া ফ্রি ফোরকানিয়া মাদ্রাসার উদ্ভোধন দক্ষিণ হালিশহর আকমল আলী সমূদ্র ঘাটে আগুনে পুড়েছে ৩৫ দোকান ঘর পাহাড়তলী থানার অভিযানে একটি দোনলা বন্দুকসহ দুইজন সন্ত্রাসী গ্রেফতার। সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বন্দর নগরীর আকবরশাহ’তে এলাকাবাসীর মাদক বিরোধী সমাবেশ অভয়নগরে বিএনপির উদ্বোগে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যু বার্ষিক পালিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে স্বনির্ভর করতে চাই: ডা. শাহাদাত হোসেন ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ CHRW এর চেয়ারম্যানের সাথে পার্বত্যাঞ্চল কমিটির সৌজন্য সাক্ষাত

জাল-জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের এনআইডি কার্ড তৈরী চক্রের ১০ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযান
জাল-জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের এনআইডি কার্ড তৈরী চক্রের ১০ সদস্য গ্রেফতার
মোঃ শাহরিয়ার রিপন ঃ-  ২৬/১০/২০২২
উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন এর সার্বিক তত্বাবধানে এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার/ সামীম কবির এর নির্দেশনায় বিশেষ টিমের এসআই মোহাম্মদ রাজীব হোসেন ও এসআই মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় স্পেশাল টিমের অফিসার এএসআই মোঃ জাহিদুল হক, এএসআই রনি মজুমদার ও ফোর্সসহ ইং ২৫-১০-২০২২ তারিখে চট্টগ্রাম মহানগরের হালিশহর থানাধীন, হালিশহর বি-ব্লক, হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ে অভিযান পরিচালনা করে এনআইডি কার্ড তৈরী চক্রের সদস্য আসামী ০১) মোঃ কামাল হোসেন @ মোহাম্মদ(৪৫) (রোহিঙ্গা), ০২) পারভীন আক্তার(২৫)(রোহিঙ্গা) ০৩) মোঃ নুরুল আবছার (২৮), ০৪) শামসুর রহামন @ শামসু মাষ্টার @ সোনা মিয়া(৬০), ০৫) মোঃ ইয়াছিন আরাফাত(২২), ০৬) মোঃ নুর নবী @ অনিক @ রাহাত(২৫), ০৭)  মোঃ মিজানুর রহমান(২৩), ০৮) ফরহাদুল ইসলাম(২৮), ০৯) ইমন দাশ(২০), ১০) মোঃ কামাল(৪২) গণ-কে জাল-জালিয়াতির মাধ্যমে এনআইডি কার্ড তৈরীর চেষ্টাকালে আকট করা হয়। আটককালে তাদের হেফাজত হতে নির্বাচন কমিশন কর্তৃক সরবরাহকৃত এনআইডি কার্ড তৈরির {ফরম-২} এবং জন্ম নিবন্ধন ফরম উদ্ধার উদ্ধার করা হয়। আটককৃত ০৪ নং আসামী শামসুর রহামন @ শামসু মাষ্টার @ সোনা মিয়া(৬০) কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প হতে রোহিঙ্গাদের সংগ্রহ করে আটককৃত ০৩ নং আসামী মোঃ নুরুল আবছারকে সরবরাহ করে পরবর্তীতে মোঃ নুরুল আবছার বিভিন্ন মাধ্যমে উক্ত রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন পত্র প্রস্তুত করে নির্বাচন কমিশনের সাথে এনআইডি কার্ড তৈরীতে চুক্তিবদ্ধ ডাটা এন্ট্রি অপারেটর উপরোক্ত (৫-৯) নং আসামীদের সহযোগিতায় এনআইডি কার্ড তৈরীতে সহায়তা করত। এই চক্রটি দীর্ঘদিন বিভিন্ন প্রকার জাল-জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের এনআইডিসহ বিভিন্ন প্রকার ডকুমেন্ট তৈরী করে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিচ্ছিল। গ্রেফতারকৃত ০৪ নং আসামী শামসুর রহামন @ শামসু মাষ্টার @ সোনা মিয়া(৬০) কক্সবাজার পোকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। রোহিঙ্গাদের এনআইডি কার্ড তৈরীর কাজে সম্পৃক্ততা পাওয়ায় তিনি চাকরীচ্যুত হন। ইতিপূর্বে রোহিঙ্গাদের এনআইডি কার্ড তৈরীর কাজে যুক্ত থাকায় তাহার বিরুদ্ধে কক্সবাজার সদর থানার মামলা নং-৪১(০৯)১৯, ধারা-২০০৯ সালের ভোটার তালিকা আইনের ১৮ এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়-২ এর মামলা নং-০২, তাং-১৬/০৬/২০২১ দায়ের করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে আটককৃতদের নিকট হতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এ চক্রের আরো অনেক সদস্য আছে যাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। এই চক্রকে আটকের জন্য ডিবি পুলিশ দীঘদিন কাজ করে যাচ্ছিল। দীর্ঘদিনের প্রচেষ্টায় আমরা এই চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হই।
বলে জানিয়েছেন সিএমপি গোয়েন্দা পুলিশ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com