সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
সিএমপি সদরঘাট থানার অভিযানে ০১ টি দেশি তৈরি এলজি ও ০২ রাউন্ড কার্তুজসহ ১ জনকে আটক করেছে ।
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া
সিএমপি সদরঘাট থানার এসআই রনি তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৪/১০/২০২২ তারিখে সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি জুগীচাদ মসজিদ লেইন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাসুদ রানা পারভেজ প্রঃ বিজয় (৩২) কে ০১ টি দেশি তৈরি এলজি ও ০২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাসুদ রানা পারভেজ প্রঃ বিজয় এর পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে নগরীর সদরঘাট ও ডবলমুরিং থানায় একাধিক মামলা পাওয়া যায়।
মাসুদ রানা পারভেজ প্রঃ বিজয় (৩২), পিতা- আব্দুস সাত্তার, মাতা- গুলশান আরা বেগম, সাং-মোগলটুলী, কাঁচা বাজার, মাতব্বর মসজিদ, জালাল সওদাগরের বাড়ী, থানা- সদরঘাট, জেলা -চট্টগ্রাম।
বলে জানিয়েছেন।