বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
১৯ বছর আগের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বন্দর থানার এ এস আই নুরে আলমের দুরদর্শিকতায় গ্রেফতার
মোঃ শাহরিয়ার রিপন ঃ- বিশেষ প্রতিনিধি
ধর্ষন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বন্দর থানার এ এস আই নুরে আলমের দুরদর্শিকতায় গ্রেফতার করেছে বলে বন্দর থানা মাধ্যমে জানিয়েছেন, থানা সুত্রে জানাগেছে, উক্ত মামলার বাদী – বিউটি বেগম, স্বামী ঃ মোঃ কামাল, থানা মঠ বাড়িয়া জেলা ঃ পিরোজপুর
বর্তমানে
বজল কলোনি, কলসি দিঘীর পাড়, থানা বন্দর, জেলা ঃচট্টগ্রাম
এর ০১/০১/২০০৩ সালের দায়েরকৃত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম পিতাঃ আলী, আকবর সওদাগর কলোনি, কলসি দিঘির পাড়, বদু সওদাগরের পুরাতন বাড়ি, থানা ঃ বন্দর, জেলা ঃ চট্টগ্রাম, বন্দর থানার মামলা নাং ০১(০১)০৩ ধারা নাঃ শিঃ নিঃ দঃ ত্রাঃ ২০০০ সংশোধনী,২০০৩ এর ০৯ (১) ধারা মোতাবেক আটক করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায় এ এস আই নুরে আলম গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান এর সাথে ফোনে কথা বল্লে তিনি জানান, আমি বন্দর থানায় যোগদানের পর হতে এই থানাকে যেকোনো অপরাধের জিরো টলারেন্স এ আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সব ধরনের অপরাধ প্রবনতা কমাতে আমার থানার সকল অফিসারদের কে নির্দেশনা দেওয়া হয়েছে। অত্র থানার প্রত্যেকটি অফিসার আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।