রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন
২১টি গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক ব্যাক্তি ঢাকা থেকে গ্রেফতার।
ডেক্স নিউজঃ- সিএমপি মিডিয়া চট্টগ্রাম
সিএমপি’র ডবলমুরিং মডেল থানায় মূলতবী থাকা ২১টি গ্রেফতারী পরোয়ানার ভূক্ত পলাতক মোঃ তোফাজ্জল হোসেন (৬২)’কে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গত ০৫/০৯/২০২২ইং তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকায় ডিএমপি ঢাকার রামপুরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে ডাবলমুরিং মডেল থানার অভিযানিক দল তাকে গ্রেফতার করে। তিনি মেসার্স চট্টলা বোরিং, জীবন বীমা ভবন, ৫ম তলা, আগ্রাবাদ, ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম এর প্রোপাইটর ছিলেন। উক্ত প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন লোকজনের নিকট হতে টাকা গ্রহন করে চেক প্রদান করে। উক্ত চেক ডিজঅনার মামলায় গ্রেফতারী পরোয়ানার ওয়ারেন্টভূক্ত তিনি বলে জানিয়েছেন সিএমপি ডবলমুরিং মডেল থানা।
মোঃ তোফাজ্জল হোসেন (৬২), পিতা-মোঃ সুরুজ আলী, মাতা-মোছাঃ নুর জাহান বেগম, স্ত্রী- মোছাঃ লায়লা বেগম, সাং- চরখার চর, ০৭নং ওয়ার্ড, মন্ডল বাড়ী, পোঃ টেবিচর, থানা-সেরপুর সদর, জেলা-সেরপুর, বর্তমানে-১, রামপুরা, মাল্টিকেয়ার হাসপাতাল রামপুরা এর পিছনে, বাসা নং-৩৮৫, ইউনুছ সাহেবের বিল্ডিং, ৫ম তলা, থানা-রামপুরা, জেলা-ঢাকা, বর্তমান-২, রমনা আবাসিক এলাকা, রোড নং-০১, ইহবাস ভবন, উত্তর আগ্রাবাদ, থানা- হালিশহর, জেলা-চট্টগ্রাম, প্রতিষ্ঠানের ঠিকানা- মেসার্স চট্টলা বুরিং, জীবন বীমা ভবন, ৫ম তলা, আগ্রাবাদ, ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম।