রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার জেলার বন্যার্তদের পাশে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-খাগড়াছড়ি এর আলোচনা সভা। নবাগত পুলিশ সুপারের সাথে শুভেচ্ছা বিনিময় চট্টগ্রাম মহানগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা ও অটো নিষিদ্ধ ঘোষণা। শিক্ষা উপকরণ বিতরণ করেছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড পার্বত্য চট্টগ্রামে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে নব নিযুক্ত হওয়ায় অংচিংনু মারমাকে সংবর্ধনা সরকারি-বেসরকারি নাবিকদের সমান সুযোগ দাবি বেকার নাবিকদের বন্যার্তদের বিনামূল্যে জরুরি স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ করেছে যুব রেড ক্রিসেন্ট এ্যালমনাই,চট্টগ্রাম কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বন্যাদুর্গত এলাকায় বন্যা কবলিত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব-৭,চট্টগ্রাম। ট্রাফিকের দায়িত্ব পালন করাকালীন পুলিশ কনস্টেবলকে বেধড়ক মারধর; গাড়িসহ ড্রাইভার আটক।

বিভিন্ন কোম্পানীর ৫০টি চোরাই মোবাইল সেট সহ ০৪ জন আটক

 

বিভিন্ন কোম্পানীর ৫০টি চোরাই মোবাইল সেট সহ ০৪ জন আটক।

ডেক্স নিউজঃ-

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ব্যরিস্টার কলেজস্হ ক্যাফে জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ফুটপাতের উপর থেকে ৫০টি মোবাইল উদ্ধার।

উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম & বন্দর ) মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত উপ -পুলিশ কমিশনার মোহাম্মদ সামীম কবীর ও সহকারী পুলিশ কমিশনার মোঃ মাসুদ রানার নির্দেশনায় ( স্পেশাল টিম), এসআই/মোঃ রাজীব হোসেন,এসআই / মোঃ রবিউল ইসলাম, এএসআই/ জাহিদুল হক, এএসআই/মোঃ তাজুল ইসলাম, এএসআই / রনি মজুমদার ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ব্যরিস্টার কলেজস্হ ক্যাফে জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ফুটপাতের উপর হতে

মোঃ সোহেল(৩৫), পিতা- মোঃ রহমত আলী, মাতা-আছিয়া বেগম,সাং- পানদাউক, মুন্সিপাড়া, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া বর্তমানে- ব্যরিস্টার কলেজ, জসিমের বিল্ডিং, থানা- ইপিজেড, জেলা- চট্টগ্রাম,

মোঃ আশরাফুল মিয়া (২৮), পিতা- মৃত আনোয়ার আলী মিয়া, মাতা- মনেক্ষা বেগম,সাং- পানদাউক, মুন্সীপাড়া,থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া, বর্তমানে- ব্যরিষ্টার কলেজ মঈন উদ্দীনের বিল্ডিং, থানা- ইপিজেড, জেলা- চট্টগ্রাম।

মোঃ সিরাজুল ইসলাম (২৯), পিতা- মোঃ নুরুল হক, মাতা- অলেখা বেগম, সাং- পানদাউক, দক্ষিন পাড়া, থানা- নাসিরনগর,জেলা- ব্রাহ্মনবাড়ীয়া, বর্তমানে- ব্যরিস্টার কলেজ আবসারের বিল্ডিং, থানা- ইপিজেড, জেলা- চট্টগ্রাম।

মোঃ গোলাম নুর মিয়া(১৯), পিতা- মোঃ ঝা্রু মিয়া, মাতা- আনজেলা বেগম, সাং- পানদাউক মধ্যপাড়া, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়ীয়া, বর্তমানে- ব্যরিষ্টার কলেজ জসিমের বিল্ডিং, থানা- ইপিজেড, জেলা- চট্টগ্রাম দেরকে বিভিন্ন কোম্পানির ৫০( পঞ্চাশ) টি চোরাই মোবাইল সেট সহ আটক করা হয়।

এ ব্যাপারে ইপিজেড থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com