রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন
দৈনিক আজকের মানব সময় এর আয়োজনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
মোঃ মোসলেহ উদ্দিন বাহারের তথ্য ও চিত্রে
গ্লোবাল কম্পিউটার ইনস্টিটিউট এর সার্বিক তত্ত্বাবধানে বন্দর নগরী ইপিজেড থানাধীন কাদের ম্যানসন নিজ অফিসে
দৈনিক আজকের মানব সময় পত্রিকার সম্পাদক মো : মোসলেহউদ্দিন বাহার এর সভাপতিত্বে ও বিশেষ প্রতিনিধি মো : শওকতআকবর এর সঞ্চালনায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্ডান বি এড কলেজ এর ভাইস প্রিন্সিপাল অধ্যাপক বোস্তানুল ফোরকান রায়হান,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি মো : আবু হানিফ নিহাদ।
ভোলা জেলা সমিতি চট্টগ্রাম অঞ্চল নং ৬ এর সাধারণ সম্পাদক মো : শাহাব উদ্দিন,
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনিবার্হীর মহাসচিব মুহাম্মদ আলী, মানবাধিকার কর্মী বিথী খানম, মানব সময় প্রতিনিধি মো : হেলাল উদ্দিন, নারী নেত্রী রুনা আক্তার। মো : জাহিদ হাসান,ও জাহিদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাঠক ও লেখক
জয়া মার্মা, রাব্বি শেখ, কান্তি চাকমা, টিপন চাকমা, কাওসার, আল মামুন, আয়াতুল্লাহ, ঊর্মি আক্তার প্রমুখ।
বক্তাগণ পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময়ে করে বলেন মানব সময় পত্রিকার আজকের এ আয়োজন পাঠক পাঠিকা ও লেখকদের আত্মউন্নয়নে সহায়ক হবে, ঈদ পূনর্মিলনী মাধ্যমে সকলে একসাথে কাজ করার জন্য আগ্রহী হন,
স্কুল কলেজে পাঠক তৈরি, প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম, নিয়মিত অনলাইনে নিউজ আপডেট ওপ্রিন্ট কপি প্রকাশের উপর প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ।
সভাপতি আমন্ত্রিত অতিথি, প্রতিনিধি, পাঠক পাঠিকা লেখক লেখিকা ও শুভাকাঙ্ক্ষী দের প্রোগ্রামে উপস্থিত হয়ে সাফল্যতার জন ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিশেষে গ্লোবাল কম্পিউটার ইনস্টিটিউট থেকে কম্পিউটার অফিস ম্যানেজমেন্ট কোর্স শেষে দক্ষতা অর্জনের জন তিন জন শিক্ষার্থী কে সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।