মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৪০ অপরাহ্ন
সিএমপি ডিবি’র উত্তর ও দক্ষিণ বিভাগ অভিযান ১০ কেজি গাজাসহ ০৪ জন গ্রেফতা
প্রেস বিজ্ঞাপ্তি — সিএমপি মিডিয়া ১৬ ই এপ্রিল
১৪ এপ্রিল, ২০২২ ডিবি উত্তর বিভাগের ০২ নং টীম নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাজাসহ মহরম আলী, মোহাম্মদ আলী, মরিয়ম বেগম প্রঃ র্ঝনা ও ছখিনা বেগম কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে দীর্ঘ ২০/২৫ বৎসর যাবৎ বর্তমান ঠিকানার বসতবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের পাইকারী ও খুচরা কেনাবেচা করিয়া আসছিল বলে জানায়। তারই ধারাবাহিকতায় ঘটনাস্থলে জব্দকৃত গাঁজা (মাদকদ্রব্য) নিয়া অবস্থান করছিল।
মহরম আলী (৫২), পিতা-মৃত আলী আহম্মদ, মাতা-মৃত রশিদা খাতুন, সাং-কাপ্তাই রাস্তার মাথা, ওয়াপদা অফিসের বিপরীত পাশে, পশ্চিম মহরা, আলআমিন বাড়িয়া, পল্টন বাড়ীর পাশে, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
মোহাম্মদ আলী (২৮), পিতা-ছালেহ আহম্মদ, মাতা-সেতারা বেগম, সাং-দক্ষিণ পাহাড়তলী, ছালেহ আহম্মদের বাড়ী, থানা- কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, বর্তমানে- কাপ্তাই রাস্তার মাথা, ওয়াপদা অফিসের বিপরীত পাশে, পশ্চিম মহরা, আলআমিন বাড়িয়া, পল্টন বাড়ীর পাশে, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
মরিয়ম বেগম প্রঃ র্ঝনা (৩০), পিতা-মহরম আলী, মাতা-মৃত রোখসানা বেগম, স্বামী-মোঃ তারেক, সাং- কাপ্তাই রাস্তার মাথা, ওয়াপদা অফিসের বিপরীত পাশে, পশ্চিম মহরা, আলআমিন বাড়িয়া, পল্টন বাড়ীর পাশে, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-রৌফাবাদ, সোনামিয়ার কলোনী, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম,
ছখিনা বেগম (২৭), স্বামী- মোহাম্মদ আলী, সাবেক স্বামী-সাখাওয়াত হোসেন, শ্বশুড়- মহরম আলী, সাং- কাপ্তাই রাস্তার মাথা, ওয়াপদা অফিসের বিপরীত পাশে, পশ্চিম মহরা, আলআমিন বাড়িয়া, পল্টন বাড়ীর পাশে, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।