বৃহস্পতিবার, ১২ Jun ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
মোঃ শাহরিয়ার রিপন ঃ-
সড়ক যেন মৃত্যুপুরিতে পরিনত হয়েছে, এটা জনপদ না মরণ ফাঁদ? একদিনের ব্যবধানে স্বামী স্ত্রীর একসাথে স্পট ডেথ হওয়ার পর এবার পিতাপুত্র দুজনের আবারও স্পটে মৃত্যু খবর পাওয়া গেছে।
যানাগেছে,আজ ০৯/০৪/২০২২ইং সকাল ১১:১০মিঃ ইপিজেড থানাধীন বন্দরটিলা শাহাপ্লাজার সামনে রিকসার আরোহী পিতাপুত্র কে লং ভেহীকল (লরী গাড়ি)চট্ট- মেট্রো-ঢ ৬১-০১-৭৯ রিকসার পিছন থেকে চাপা দিলে মোঃ আবু ছালে সিকদার (২৮), ও তার শিশু সন্তান আবদুল্লাহ আল-মমিন(০৯)* মাস ।সাথে সাথে স্পর্টে মারা যায়। এবং তার আরেক ছেলে আবদুল্লাহ আল-মাহিন(০৪) গুরুতর অবস্থায় চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে যায় ইপিজেড থানা পুলিশ
জানাগেছ, আবু ছালেহ সিকদার চট্টগ্রাম ইপিজেড এর এস কে ডি গার্মেন্টস কোয়ালিটি সেকশনে কাজ করত। লরী গাড়ীটি এবং রিকসা থানায় আটক আছে। লরী গাড়ীর ড্রাইভার পুলিশ হেফাজতে আটক আছে।
ঘটনাস্থলে উৎসুক জনতা ড্রাইভারের উপর ক্ষিপ্ত হয়ে মারধর করলে লরী গাড়ির ড্রাইভার গুরুতর আঘাত প্রাপ্ত হয় বর্তমানে ড্রাইভার কে পুলিশ হেফাজতে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
আইন গত ব্যবস্থা পক্রীয়াধীন রয়েছে।