শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
খাজা গরিবে নেওয়াজ ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে আজিমুশ্বান নুরানী মাহফিল অনুষ্ঠিত।
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
খাজা গরিবে নেওয়াজ ফাতেহা ইয়াজদাহম উপলক্ষে আজিমুশ্বান নুরানী মাহফিল
মসজিদে আকবার জামে মসজিদ এ দক্ষিণ পতেঙ্গা ডেইল পাড়া, ৪১ নং ওয়ার্ড পতেঙ্গায়, অনুষ্টিত হয়েছে,
এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাওঃ মোহাম্মদ হারুনুর রশিদ নূরী,বিশেষ বক্তা হিসাবে আলহাজ্ব মওঃ মুফতি সৈয়দ আহমেদ আল কাদেরী, চরপাড়া সুন্নিয়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা , সভাপতিত্ন করেন লোকমান ভান্ডারী,
মাহফিলের সার্বিক সহযোগিতায় মোঃ জাহাঙ্গীর আলম, ও হালিম সওদাগর, পবিত্র মেহরাজুন্নবী( সাঃ) খাজা গরিবে নেওয়াজ এর ফাতেহা উপলক্ষে বর্তমান করোনা ভাইরাস থেকে মুক্তি, এবং সামনে রমজান মাস উপলক্ষে সব মুসলমান রোজা রাখতে ও সিয়াম সাধনা করতে পারে তার জন্য দোয়া করা হয়,