শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
র্যাব-৭ এর অভিযানে গাউছিয়ার গোডাউন থেকে টিসিবি জমাকৃত তৈল চিনি ও ডাল উদ্ধার সহ ও ৮জনকে গ্রেফতার করেন র্যাব-৭
ডেক্স নিউজ ঃ-
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ড সিমেন্ট ক্রসিং বাজার এলাকা থেকে গাউছিয়ার গোডাউন থেকে টিসিবির জমাকৃত তৈল ডাল চিনি উদ্ধারসহ আমরা ৮জনকে গ্রেফতার করি।
২২মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় চট্টগ্রামের সিমেন্ট ক্রসিং বাজার এলাকায়,গোপন সংবাদের উপর ভিত্তি করে এই অভিযান পরিচালনা করেন র্যাব-৭।
অভিযানের বিষয়ে র্যাব-৭ এর কর্মকর্তা মোস্তফার কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদেরকে বলেন দীর্ঘদিন যাবৎ গাউছিয়া ষ্টোরের গোডাউন
টিসিবির জমাকৃত তেল ডাল চিনি মজবুত করেন,রাশেদ নুরুল জসিম,
এসময় তিনি বলেন, দুই হাজার লিটার তেল,পাঁচ হাজার কেজি ডাল ও চিনিসহ হাতেনাতে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই।
তিনি বলেন, সামনে রমজান মাসকে কেন্দ্রে করে টিসিবির লোগো ব্যবহার করে
তেল চিনি ডাল পেকেট বাজারজাত করতে কোন ধরনের সমস্যা না হয়,এবং বেশি দামে পন্য বিক্রি করতে কোন সমস্যা না হয়,সেব্যাপার টা আগে থেকেই ব্যবস্থা করে রেখেছে, রাসেদ(৪৪) নুরুল(৪৫) জসিম(৫৫) নামে এই তিনজন।
তিনি আরো বলেন দেশের প্রচারিত আইন অনুযায়ী আমরা মামলা দিয়ে জব্দকৃত মালামাল সহ ইপিজেড থানায় হস্তান্তর করে দিব বলে জানান র্যাবের এই কর্মকর্তা।