রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় দুইজন গ্রেফতার পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার। এই কিরে তোর ভালোবাসার প্রতিদান,,?? চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে অবৈধ কমিটির বিরুদ্ধে আন্দোলন চাঞ্চল্যকর মৎস্য ব্যবসায়ী জালাল উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মোরশেদুর রহমান খোকা’গ্রেফতার র‍্যাব-৭ জুয়াড়ি তাহেরের রিক্সার গ্যারেজ থেকে ১৭ জুয়াড়ি আটক নৃত্যের তালে তালে গান গেয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামি মেহেদী হাসান সাগর এম.টি বাংলার সৌরভ জাহাজে অগ্নি দুর্ঘটনায় প্রেস ব্রিফিং গার্মেন্টসকর্মী হত্যাকাণ্ডের ৬ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিহত তিন জনের জানাজা অনুষ্ঠিত

বন্দর থানার অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার

সিএমপির বন্দর থানার অভিযানঃ জুয়া খেলার ৫ প্যাকেট তাস ও নগদ ২১,০০০ টাকা সহ ৯ জন গ্রেফতার

মোঃ শাহরিয়ার রিপন

কাজী মোঃ তারেক আজিজ,সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) এর নেতৃত্বে মোঃ জাহেদুল কবির, অফিসার ইনচার্জ, বন্দর থানা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ বন্দর থানা এলাকায় ব্লক-রেইড অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন পুরাতন ডাকঘর লিলি কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৫(পাঁচ) প্যাকেট তাস ও নগদ ২১,০০০/-(একুশ হাজার) টাকা সহ মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আনোয়ারুল ইসলাম, ইয়াছিন

আরাফাত, মোঃ রাসেল, মোঃ এরশাদ, মোঃ আমান, মোঃ জুয়েল, মোঃ বোগদাদ ও মোঃ ইমরুল হোসেন সুজন কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

১। মোঃ সিরাজুল ইসলাম(২৯), পিতা-মৃত লিয়াকত আলী, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-মাইজপাড়া, শুক্কুর সওদাগরের পুরাতন বাড়ী, ৩৮নং ওয়ার্ড, থানা-বন্দর জেলা-চট্টগ্রাম ২। মোঃ আনোয়ারুল ইসলাম(৪০), পিতা-মোঃ ইলিয়াছ, মাতা-হাজেরা খাতুন, সাং-পশ্চিম ইছাখালী, ভুইয়া গ্রাম, আছিয়ার বাপের বাড়ী, থানা-মীরসরাই জেলা-চট্টগ্রাম বর্তমানে-দক্ষিণ মধ্যম হালিশহর, ধুপপুল, কসাই গলি, জসিম বিল্ডিং, থানা-বন্দর জেলা-চট্টগ্রাম ৩। ইয়াছিন আরাফাত(২৭), পিতা-মোঃ সেলিম রেজা, মাতা-মোসাঃ খতিজা বেগম, সাং-সীমেন্স হোষ্টেলের বিপরীতে লিলি কমিউনিটি সেন্টারের পিছনে, গণি কন্ট্রাক্টারের বাড়ী, ৩৮নং ওয়ার্ড, থানা-বন্দর জেলা-চট্টগ্রাম

৪। মোঃ রাসেল(২৮), পিতা-মোঃ মাঈন উদ্দিন, মাতা-রেনু আক্তার, সাং-মধ্যম হালিশহর, ০১নং সাইট, আমিন মিস্ত্রির বাড়ী, ৩৮নং ওয়ার্ড, থানা-বন্দর জেলা-চট্টগ্রাম ৫। মোঃ এরশাদ(৩২), পিতা-মৃত আনোয়ার হোসেন, মাতা-মৃত ছেনোয়ারা বেগম, সাং-পুরাতন ডাকঘর, বক্স আলী সেরাং এর বাড়ী, ৩৮নং ওয়ার্ড, থানা-বন্দর জেলা-চট্টগ্রাম ৬। মোঃ আমান(২৬), পিতা-মোঃ নূর সোবহান, মাতা-তাহেরা বেগম, সাং-দক্ষিণ পরুয়া পাড়া, পচি তালুকদারের বাড়ী, ০২নং ওয়ার্ড, ০৩নং রায়পুর ইউপি, থানা-আনোয়ারা জেলা-চট্টগ্রাম বর্তমানে-০২নং মাইলের মাথা, জমির বিল্ডিংয়ের পার্শ্বে, বক্কর কলোনী, নীচতলা, ০২নং রুম, থানা-বন্দর জেলা-চট্টগ্রাম

৭। মোঃ জুয়েল(৩০), পিতা-মোঃ সুলতান আহম্মেদ, মাতা-নাজমুন নাহার, সাং-সীমেন্স হোষ্টেলের বিপরীতে লিলি কমিউনিটি সেন্টারের পিছনে, হাদু সেরাং এর বাড়ী, ৩৮নং ওয়ার্ড, থানা-বন্দর জেলা-চট্টগ্রাম ৮। মোঃ বোগদাদ(৩৬), পিতা-মৃত কালা মিয়া, মাতা-শামসুন্নাহার, সাং-সীমেন্স হোষ্টেলের বিপরীতে লিলি কমিউনিটি সেন্টারের পিছনে, কালা মিয়া ফোরম্যানের বাড়ী, ৩৮নং ওয়ার্ড, থানা-বন্দর জেলা-চট্টগ্রাম ৯। মোঃ ইমরুল হোসেন সুজন(২৮), পিতা-মোঃ ইফতেখার হোসেন, মাতা-রাহেলা বেগম, সাং-দক্ষিণ মধ্যম হালিশহর, তেইল্যা পুকুরপাড়, ইফতেখার ম্যানশন, থানা-বন্দর জেলা-চট্টগ্রাম।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com