শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
ওভারটেককে কেন্দ্রকরে টেইলর গাড়ীর ড্রাইভার কর্তৃক গার্মেন্টস শ্রমিকদের বাস ভাংচুর।
নিজস্ব প্রতিবেদক ঃ-
আজ ০৬/০৭/২১ খ্রিঃ ৭ঃ১০মিঃ সময় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং রোড মেইন রাস্তার উপর বন্দরের টেইলর গাড়ীর ড্রাইভার ও কর্ণফুলী ইপিজেডের ভেনচুরা গার্মেন্টসের শ্রমিক বহন করা বাসের ড্রাইভারের সাথে অভারটেকিং বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কয়েকজন টেইলর ড্রাইভা মিলে বাসের কয়েকটি গ্লাস ভেঙ্গে ফেললে ড্রাইভারসহ কয়েকজন গার্মেন্টস শ্রমিক আহত হয়। তাৎক্ষণিক বন্দর থানা পুলিশ এসে শ্রমিকদের বহনকারী বাসটি বন্দর থানায় নিয়ে যায়। শ্রমিকদের বহনকারী বাস নং চট্ট মেট্রো ড-১১১৬২৫।
পরবর্তীতে বাসে থাকা গার্মেন্টস শ্রমিকরদের যাতায়াতের জন্য চট্টগ্রাম প্রাইম মুভার টেইলরস শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ একটি বাসের ব্যবস্থা করে দেন বলে জানা গেছ ।