রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় মৃত্যু-১ আহত -১
ডেক্স নিউজ ঃ –
আজ ১৭/০৬/২১ ইং তারিখ দুপুর ২.২৫ টার দিকে বন্দর থানাধীন ০৫ নং জেডি গেইট এর সামনে কভার ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আহরি দুইজন গুরুতর আহত হলে স্হানীয় লোকজন আহতদের কে চ মে ক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষণা করেন অপরজনকে হাসপাতালে ভর্তি করেন। মৃত ব্যক্তি নাম মোঃ মাহমুদ (৪০) পিতাঃ মোঃ আবেদ আলী মাতাঃ অজুফা আক্তার পান্না পাড়া ছোট মসজিদের পাশে থানাঃ ডবলমুরিং চট্টগ্রাম।
আহত আরেকজন রুপন বনিক পিতাঃ অমূল্য রজন বনিক মাতাঃ যমুনা রানী বনিক বাসাঃ ১৮ বান্ডেল রোড পাথর ঘাটা পৌঃ কোতোয়ালি থানাঃ কোতোয়ালি চট্টগ্রাম।
কভার ভ্যান ড্রাইভার ও গাড়িটি কে বন্দর থানায় আটক করা হয় কভারভ্যান গাড়ীর নং ঢাকা মেট্রো ইউ ১২ – ০০০৪ এবং মোটরসাইকেল টি থানায় আছে।
কাভার ভ্যান ড্রাইভারের নামঃ মোঃ গিয়াস উদ্দিন (৬৫) পিতাঃ মৃত সামছুল হক মুন্সী সাং লক্ষ্মীপুর পৌঃ জীবন নগর থানাঃ জীবন নগর জিলাঃ চুয়াডাঙ্গা। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।