বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
৭কেজি গাঁজাসহ ০১ জন আটক।
ডেক্স নিউজ ঃ-
চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট সংলগ্ন মাওলানা ইসলাম রোডস্থ মায়ের দোয়া নামক ফার্নিচার দোকানের সামনে রাস্তার উপর ০৭(সাত) কেজি গাঁজাসহ ০১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ,, ডিবি টিম – ১৭
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব নোবেল চাকমা ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম & বন্দর) জনাব মোঃ গোলাম ছরোয়ার’দ্বয়ের সার্বিক তত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোহাম্মদ আলমগীর এর নেতৃত্বে এসআই এ এম সফিউল আজম মুন্সী, এসআই মোঃ আনোয়ার হোসেন, এসআই প্রবাল সিনহা, এএসআই তাজুল ইসলাম, এএসআই তাপস কান্তি দাস এবং সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৪/৬/২০২১ ৫:২০ মিঃ এর সময় চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৭(সাত) কেজি গাঁজাসহ জয়ন্ত নাথ(২৪)’কে হাতেনাতে আটক করা হয়।
শ্রী জয়ন্ত নাথ(২৪), পিতাঃ নীল মনি নাথ, মাতাঃ মীরা নাথ, সাংঃ বাজালিয়া (নাথ পাড়া), থানাঃ সাতকানিয়া, জেলাঃ চট্টগ্রাম; বর্তমানে- বন্দরটিলা, কমিশনার গলি, থানাঃ ইপিজেড, জেলাঃ চট্টগ্রাম।
এ ব্যাপারে ইপিজেড থানায় মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।