সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
ছিনতাইকৃত মোবাইল ও সম্পূর্ণ টাকাসহ হাতেনাতে ১ ছিনতাইকারী আটক।
ডেক্স নিউজ ঃ তারিখ ও সময়ঃ* ০৩/৬/২০২১
চট্টগ্রাম মহানগর বন্দর থানাধীন নিমতলা খালপাড়স্থ পি.সি রোডের প্রবেশ মুখে রাস্তার উপর। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা’র সার্বিক তত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর এর নের্তৃত্বে এসআই এ এম সফিউল আজম মুন্সী, এসআই মোঃ আনোয়ার হোসেন, এসআই প্রবাল সিনহা, এএসআই তাজুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন নিমতলা পি.সি রোডে অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ আল আমিন(৩৮-নিমতলা) এর নিকট হতে ছিনতাইকৃত একটি মোবাইল ও নগদ ৪৮০০(চার হাজার আটশত) টাকাসহ আসামী মোঃ রনি(২২), পিতা: ইদ্রিস মিয়া, মাতা: রাহেলা বেগম, সাং: ঢেমরা, চনপাড়া, ৮ নং ওয়ার্ড, থানা:রুপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ’কে হাতেনাতে ধৃত করা হয়।
একটি নকিয়া(মডেল-১২৮০) মোবাইল সেট এবং নগদ ৪৮০০(চার হাজার আটশত) টাকা।
গ্রেফতার রনি (২২), পিতা: ইদ্রিস মিয়া, মাতা: রাহেলা বেগম, সাং: ঢেমরা, চনপাড়া, ৮ নং ওয়ার্ড, থানা: রুপগঞ্জ, জেলা: নারায়ণগঞ্জ।
উল্লেখিত ঘটনায় ভিকটিম মোঃ আল আমিন বাদী হয়ে সিএমপি’র বন্দর থানায় দ্রুত বিচার আইনে মামলার এজাহার দায়ের প্রক্রিয়াধীন।