শনিবার, ২২ মার্চ ২০২৫, ০২:৫০ অপরাহ্ন
*শোক সংবাদ:*
*শোকে কাতর রহমান মঞ্জিল, শাহাজাদা সৈয়দ মাওলানা সমসুদ্দোহা মাইজভান্ডারীর প্রিয় সহধর্মিণীর জীবনাবসান ।।*
ডেক্স নিউজ ঃঃ-
মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের প্রতিষ্টাতা ও অন্যতম প্রবর্তক অলীকুলের শিরোমনী গাউছুল আযম মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারী তৃতীয় শাহেবজাদা মাওলানা শাহ সৈয়দ মাহবুবুল বশর মাইজভান্ডারী দ্বিতীয় শাহেবজাদা মাওলানা সৈয়দ সমসুদ্দোহা মাইজভান্ডারী প্রিয় সহধর্মিনী মোছাম্মৎ কামরুন নেছা বেগম ২৩ মে ২১ ইং শনিবার আনুমানিক রাত ১০ টা চট্টগ্রাম শহরস্থ দেওয়ান বাজার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী ওয়াইন্নাইলাইহী রাজেউন)
মাইজভান্ডার দরবার শরিফের শাহী দরবারের মাঠের মধ্যে ২৪ মে ২১ ইং দুপুর ২ টা রবিবার মরহুমার নামাযে জানাজা অনুষ্টিত হয়।
মরহুমার নামাযের জানাজা ও দোয়া পরিচালনা করেন আওলাদে গাউছুল আযম ডাক্তার আল্লামা সৈয়দ মিশকাতুন নুর মাইজভান্ডারী।
নামায শেষে মাইজভান্ডার দরবার শরীফের পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
নামাযে জানাজা উপস্থিত ছিলেন মৌলানা সৈয়দ সামসুদ্দোহা মাইজভান্ডারী, সৈয়দ গোলামুর রসুল মাইজভান্ডারী, সৈয়দ নজরুল হুদা মাইজভান্ডারী, সৈয়দ নজিম উদ্দিন মাইজভান্ডারী, এডভোকেট মিফতাহুল নুর মাইজভান্ডারী, মোস্তফা-হাকিম গ্রুপের চেয়ারম্যান মোঃ আবু তাহের, চট্টগ্রাম মেট্রো পলিটন চেম্বারের পরিচালক বিশিষ্ট শিপ ইয়ার্ড ব্যবসায়ী লেয়াকত আলী চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইন্জিঃ জাবেদ আবছার চৌধুরী, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক শাহীন আলম টিপু সহ রহমান মঞ্জিলের অনেক আওলাদ, অসংখ্য মাইজভান্ডারের মুরিদান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুমা কামরুন নেছা বেগম বেগম ১৯৫৭ সালে নগরীর পাথরঘাটাস্থ সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জম্ম গ্রহণ করেন। চট্টগ্রাম জেলার আওয়ামী লীগের সাবেক ভাইস প্রেসিডেন্ট মরহুম আলহাজ্ব মোঃ আলীর সুযোগ্য কন্যা। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি এক পুত্র ও দুই কণ্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন।