বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ অপরাহ্ন
পেকুয়ায় হাওলাদী টাকা খুজায় সন্ত্রাসী হামলা আহত ৩!
পেকুয়া প্রতিনিধি(কক্সবাজার):
কক্সবাজারের পেকুয়ায় হাওলাদী টাকা খুঁজায় একই পরিবারের তিন জনকে পিটিয়ে গুরুতর আহত করাহয়েছে
(২৫ এপ্রিল) সকাল ১১টারনদিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইকাটা এলাকায় দুদু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় আহতারা হলেন, একই এলাকার দুদু মিয়ার স্ত্রী রোকিয়া বেগম( ৩০), দুদু মিয়ার পুত্র মোহাম্মদ রায়হান (২২), বিলহাচুরা এলাকার আজিজুর রহমানের পুত্র রিদুয়ান(২৫)।
জানা যায়,একই এলাকার মৃত ঠান্ডা মিয়ার স্ত্রী পুতুনারা বেগম (৫০), জসিম উদ্দিনের স্ত্রী রিমা আক্তার(৩০), নয়াকাটা মৌলভীবাজার এলাকার মোহাম্মদ হাসানের স্ত্রী ছাবেকুন্নাহার (৪০), তার ছেলে মনিরের সহ অজ্ঞাত ৩/৪ জন মিলে তাঁদের বাড়িতে গিয়ে এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী জানায়, রোকিয়া বেগম যখন রিমা আক্তারের কাছে পাওনা টাকা খোজতে পাঠালে তিনি তাঁর এরপরে মৃতু ঠান্ডা মিয়ার স্ত্রী পুতুনারা বেগম টাকা দিবে বলে রোকিয়া বেগমকে বাড়ি থেকে বের করে এই হামলা করে, পরে তাদেরকে স্থানীয় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত রোকিয়া বেগম জানান, বারাইয়াকাটা এলাকার মৃত ঠান্ডা মিয়ার পুত্র জসিম উদ্দিন আমার বড় ছেলে ফয়সাল বিদেশ থাকে তার কাছ থেকে ৮ হাজার টাকা হাওলাদ নেন, আমার আরেক ছেলের কাছ থেকে ৫ হাজার টাকা ও মনির ১০ হাজার টাকা হাওলাত নেন, এই হাওলাতি টাকা জসিম উদ্দিন ও মনিরের কাছে খুজতে চাইলে স্ত্রী রিমা আক্তার,মনির,ছাবেকুন নাহার সহ টাকা না দেওয়ার জন্য পায়তারা করে কিসের টাকা দিছেন বলে আমার বাড়ি এসে এই হামলা করে।
পেকুয়া থানা তদন্ত কর্মকর্তা কানন সরকার জানান,
অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করব।