বৃহস্পতিবার, ১২ Jun ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইউনিটি অব ইয়ং স্টার ক্লাব এর উদ্যেগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন দক্ষিণ ভূর্ষি শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের নতুন কমিটি – গঠন মইজ্জারটেক,পতেঙ্গা চর পাড়া ও সাগরিকা পশুর হাট পরিদর্শনে সিএমপি কমিশনার লোহাগাড়ায় উপজেলা শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত অভয়নগরে মশিহাটিতে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে যশোর জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্ট। পাহাড়তলী থানা বিশেষ অভিযানে ডাকাত ও থানার লুট হওয়া অস্ত্র গুলি সহ ২ ডাকাত গ্রেফতার। লোহাগাড়া উপজেলা উন্নয়ন সংঘ এর উদ্যোগে বৃক্ষরোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম বারো আউলিয়া কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন ইমনের নেতৃত্বে আনন্দ মিছিল ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা, নিন্দার ঝড় পূর্বশত্রুতার জের ধরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর

পতেঙ্গায় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ওহিফজুল কুরআন প্রতিযোগিতা।

 

পতেঙ্গায় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ওহিফজুল কুরআন প্রতিযোগিতা
পবিত্র আল-কুরআন জীবন্তর আলোকিত থাকবেঃ আবুল বশর

 

প্রেস বিজ্ঞপ্তীঃ২০মার্চ

নগরীর উত্তর পতেঙ্গাস্থ স্টিলমিলস হাউজিং কলোনী মাঠে২০ মার্চ শনিবার বিকেলে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন ও হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি –মেসার্স তাহের এন্ড ব্রার্দাসের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আবুল বশর কন্ট্রাঃ বলেন,এই বিশ্বে পবিত্র আল-কুরআন জীবন্তর আলোকিত থাকবে একটি শব্দ,অক্ষর বা হরফ অপরিবর্তনীয় । যে গ্রন্থটি সকল ইনসান কে আলোর পথ দেখায় সেই মহাগ্রন্থ কে আমরা অন্তকাল বুকে ধারণ ও মাথার উপরে রাখতে স্বচেষ্ট হবোই।
বিশেষ অতিথি-চসিক প্যানেল মেয়র,প্রফেসার নিছার আহম্মদ মন্জু বলেন,ধর্ম মানুষ কে আলোকিত করে না ,মানুষ আলোকিত হই তার স্বীয় চরিত্রের কারণে। আসুন আমরা শপথ নিই-কুরআনের সঠিক আলোক দেশ-সমাজে ছড়িয়ে কোরআনে-হাফেজদের আরো বেগমান করি। ৪০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আব্দুল বারেকের সভাপতিত্বে

পুরস্কার বিতরণী সভায় আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন-পতেঙ্গা মেডল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ, রাজনৈতিক,সমাজসেবী হাজী মোঃ শাহাদাৎ হাসান।
উদযাপন কমিটির আকবায়ক মোঃ ওয়াহিদ হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া পুরস্কার বিতরণী সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন-হাজ্বী নুরুল আবছার সওঃ,মোঃ ইমতিয়াজ চৌধুরী,সদস্য সচিব-হাফেজ মোঃছালামত উল্লাহ,সংগঠক মোঃনজরুল ইসলাম মিন্টু এবং সভা সঞ্চালনা করেন মাওলানা মোঃ এমদাদুল হক। অনুষ্ঠানে ৭০জন প্রতিযোগির মধ্যে তিন কেটাগরিতে ৯জন নগদটাকা সহ ক্রেস্ট সনদপত্র প্রদান করা হয়। বিজয়ীরা জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

 


এছাড়া করোনাকালে পতেঙ্গা-ইপিজেড এলাকায় তিন চিকিৎসক ডাঃ আ.ম ফিরোজ ,ডাঃজয়নাল আবেদীন শিমুল,ডাঃ মাহাবুব চৌধুরী কে মানবিক পদক এবং ৫টি মানবিক সংগঠন-পতেঙ্গা অক্সিজেন সার্পোট সেন্টার,পতেঙ্গা ওয়েল ফেয়ার সোসাইটি,মানব কল্যাণ সংস্থা,খেজুঁরতলা সমাজ উন্নয়ন পরিষদ ও হিউম্যান এইড সংগঠন কে সেবামূলক পদক দিয়ে উন্নয়ন কাজের স্বীকৃতি প্রদান করেন। রাত্রে দেশ-বিদেশের ক্বারীতের মনোমুগ্ধকর সূরা-কেরাত পরিবেশন ওদোয়া মোনাজাত করে মাহফিলের সমাপ্তি হয়
ছবি সহ খবর প্রেরণ—হোসেন বাবলা,পতেঙ্গা-চট্টগ্রাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com