শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
নগর আওয়ামী মটর চালকলীগের শহীদ নুর হোসেন দিবস স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তীরখবরঃ
বাংলাদেশ আওয়ামী মটর চালকলীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শহীদ নুর হোসেন দিবস পালন উপলক্ষে ১০নভেম্বর মঙ্গলবার বিকেলে টাইগারপাসস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় সংলগ্ন একটি মাদ্রাসা মিলনায়তনে বিশেষ দোয়া-মাহফিল,মুনাজাত অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সাবেক সভাপতি হাজ্বী নুরুজ্জামান,সাবেক কার্য্যকরী সভাপতি মোর্শেদ আলম,বেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জয়,সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান আহম্মদ রনি,সাবেক সহ-সভাপতি ইমতিয়াজ মাহমুদ,ধর্ম বিষয়ক সম্পাদক-নুরচ্ছাফা,মোঃ মানিক,ইলিয়াছ রিপু ,এস.কে রাজু,মোঃ শহিদ,বাবুল সহ নগরীর খুলশি,বন্দর,ইপিজেড,পতেঙ্গা,সদরঘাট,ডবলমুরিং থানা আওয়ামী মটর চালকলীগের নেতৃবৃন্দরা শহীদ নুর হোসেন‘এর’স্মরণ সভায় বক্তব্য রাখেন।
পরিশেষে দেশওজাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
খবর প্রেরণে-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জয়,১১/১১/২০২০ইং