শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে লোহাগাড়ায় ভিক্ষোভ মিছিল অভয়নগর থানার ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন বিএনপি বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত।  লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে এসিল্যান্ড ও বনবিভাগের অভিযান। লোহাগাড়ায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা প্রশাসন। লোহাগাড়ায় বাংলাদেশ জামায়েত ইসলামীর উদ্যেগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আমিরাবাদ ইউনিয়ন’র উদ্যেগে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র বিশেষ টিম কর্তৃক চট্টগ্রামের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেফতার বিএনপির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নার্গিস বেগমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে  অভয়নগর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।

কোতোয়ালীতে ৮ জন ছিনতাইকারী ১- পিস্তল ৬টি ছোরা ১টি চাপাতি সহ আটক।

 

কোতোয়ালীতে
৮ জন ছিনতাইকারী ১- পিস্তল ৬টি ছোরা ১টি চাপাতি সহ আটক
==============================================
৫ অক্টোবর রাত্র ২টায় কোতোয়ালী থানার মামলা নং-১৬, তাং-০৫/১০/২০২০,ধারা- ৩৯২,দঃ বিঃ, এর ঘটনার সহিত জড়িত এবং তদন্তে প্রাপ্ত আসামী ১) মোঃ বদিউল আলম প্রকাশ বদি(২৬), ২) মোঃ তারেক(২৭), ৩) মোঃ মামুন(২২), ৪) জুয়েল দাশ(২৬) গণ কোতোয়ালী থানাধীন পুরাতন রেল স্টেশনের গণ শৌচাগার ও গ্রামীন মাঠের গ্রীলের বাউন্ডরীর মাঝে অন্ধকারাছন্ন জায়গায় অবস্থান করিতেছে মর্মে গোপন সংবাদ পেয়ে বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
এসআই মোঃ রবিউল ইসলাম পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে এসআই/মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সদেরকে নিয়া বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করিয়া আসামী ১) মোঃ বদিউল আলম প্রকাশ বদি(২৬), ২) মোঃ তারেক(২৭), ৩) মোঃ মামুন(২২), ৪) জুয়েল দাশ(২৬) ৫) মোঃ আসিফ হোসেন প্রকাশ সাকিব(২০), ৬) মেহেদী হাসান(২৩), ৭) রিপন দত্ত (২০), ৮) মোঃ সোহেল (২৫) দেরকে আটক করেন এবং তাহাদের হেফাজত হইতে ০১টি অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তল, ০৬টি টিপ ছোরা ও ০১টি চাপাতি এবং ছিনতাই হওয়া ০১টি ওঢ়যড়হব ১১ চৎড় মোবাইল ফোন ইং ০৫/১০/২০২০ তারিখ রাত ২.৫৫ টার সময় উদ্ধারপূর্বক জব্দ করে।
আসামীরা পেশাদার ছিনতাইকারী। নগর এলাকায় ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সহিত জড়িত রহিয়াছে মর্মে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। আসামীরা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হইয়া অবৈধভাবে অস্ত্র নিজেদের হেফাজতে রাখার অপরাধে তাহাদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় পৃথকভাবে ০২টি মামলা রুজু হয়।
অভিযান পরিচালানা অফিসারদের নাম ও পদবী ঃ- ইন্সপেক্টর (তদন্ত) মোঃ কামরুজ্জামান, এসআই/মোঃ রবিউল ইসলাম, এসআই/পলাশ চন্দ্র ঘোষ, সঙ্গীয় এএসআই/অনুপ কুমার বিশ^াস, এএসআই/সোমনাথ, এএসআই/শেখ শাহীন, কং/১১৮০ দীপক বড়–য়া, কং/২৩৫১ তিমির বরণ চাকমা, কং/২৬৬১ হাসান আলী সর্ব কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম।

উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ- ০১টি অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তুল, ০৬টি টিপ ছোরা, ০১টি চাপাতি এবং ০১টি ওঢ়যড়হব ১১ চৎড় মোবাইল।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা ঃ
১) মোঃ বদিউল আলম প্রকাশ বদি(২৬), পিতা-দেলোয়ার হোসেন প্রকাশ শহিদুর,সাং-বানিয়ারচর ফকির বাড়ী, থানা- শাহরাস্তি, জেলা-চাঁদপুর, বর্তমান-পুরাতন রেলওয়ে স্টেশন, থানা-কোতয়ালী,জেলা-চট্টগ্রাম।২) মোঃ তারেক(২৭), পিতা-আঃ কাদের, সাং-ঈদগাঁহ বড় পুকুর পাড়, থানা- হালিশহর, জেলা-চট্টগ্রাম।
৩) মোঃ মামুন(২২), পিতা-কামাল হোসেন, সাং-শাহাপুর, পোঃ মজিদপুর, মোল্লাবাড়ি, থানা-তিতাস, কুমিল্লা, বর্তমান : পূর্ব মাদারবাড়ী, আইচ ফ্যাক্টরী, ষ্টেশন কলোনী, আশরাফ মিয়ার ভাড়াঘর, থানা-সদরঘাট, চট্টগ্রাম
৪) জুয়েল দাশ (২৬), পিতা-নেপাল দাশ, সাং-চন্দনপাড়া, ২নং ইউপি, হাইদগাঁও, থানা- পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-তুলাতলী, গোয়ালপাড়া, থানা- কোতয়ালী, জেলা-চট্টগ্রাম।৫) মোঃ আসিফ হোসেন প্রকাশ সাকিব(২০), পিতা-মৃত মোশারফ হোসেন প্রঃ সৈয়দ, সাং- আইচ ফ্যাক্টরী রোড, রঞ্জু মিয়ার ভাড়াটিয়া, থানা- সদরঘাট, জেলা-চট্টগ্রাম।৬) মেহেদী হাসান(২৩), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-শাহীতলা আমানী বাড়ী, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, বর্তমানে-স্টেশন রোড, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
৭) রিপন দত্ত (২০), পিতা-মধু দত্ত, সাং- জলদি আচার্জ্যপাড়া, থানা- বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমান : বহদ্দারহাট চান্দগাও আবাসিক, ০৪নং রোড, ৬৪নং বাড়ী ২য় তলার ৭নং রুম, থানা- চাঁদগাঁও, জেলা-চট্টগ্রাম।৮) মোঃ সোহেল (২৫), পিতা-মোঃ ছিদ্দিকুর রহমান, সাং-থোলা সোবাহান মাস্টারের বাড়ী), থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-আমবাগান শহীদ মিনার মিন্টু সাহেবের কলোনী,থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম

উল্লেখ্য যে ধৃত ০১নং আসামী মোঃ বদিউল আলম প্রকাশ বদি(২২) এর বিরুদ্ধে ১) কোতোয়ালী থানার মামলা নং-৫৫, তাং ১৭/১১/২০১৭ইং, ধারাঃ৩৭৯ দঃবিঃ, ২) কোতোয়ালী থানার মামলা নং-০৮, তাং-০৪/০১/২০১৭ইং, ধারাঃ ৩৯৯/৪০২ দঃবিঃ, ৩) কোতোয়ালী থানার মামলা নং-০৯, তাং-০৪/০১/২০১৭ইং, ধারাঃ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ), ৪) কোতোয়ালী থানার মামলা নং-০৪, তাং-০১/০৩/২০২০ইং, ধারাঃ আইন শৃঙ্খলা বিঘœকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধনী ২০১৯ এর ৪

 


০৩নং আসামী মোঃ মামুন(২২) এর বিরুদ্ধে ১) সিএমপি এর কোতয়ালী থানার মামলা নং-৮৪, তারিখ- ২৩/০৭, ২০২০; ধারা- ৩৬(১) এর ১০(ক)/৩৬(১) এর ২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২) সিএমপি এর কোতয়ালী থানার মামলা নং-৮৫, তারিখ- ২৬/০৭/২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ০৪নং আসামী জুয়েল দাশ(২৬) এর বিরুদ্ধে ১) সিএমপি এর কোতয়ালী থানার মামলা নং-৭৭, তারিখ- ২৩/০২/ ২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
০৫নং আসামী মোঃ আসিফ হোসেন প্রকাশ সাকিব(২০) এর বিরুদ্ধে ১) সিএমপি এর কোতয়ালী থানার মামলা নং-১৬, তারিখ- ০৩/১২/২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ২) সিএমপি এর ডবলমুরিং মডেল থানার মামলা নং-৯, তারিখ- ০২/১০/২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ৩) সিএমপি এর কোতয়ালী থানার মামলা নং-৯২, তারিখ- ২৬/০২/২০২০; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
০৭নং আসামী রিপন দত্ত(২০) এর বিরুদ্ধে ১) সিএমপি এর কোতয়ালী থানার মামলা নং-৪৩, তারিখ- ১৩/০৬/ ২০১৮; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; ২) সিএমপি এর কোতয়ালী থানার মামলা নং-৫৯, তারিখ- ১৭/১১/২০১৯; ধারা- ৩৬(১) এর ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com