বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন
সাংবাদিক কামরুল হাসান কে হত্যা চেষ্টা প্রানে বেচে গেলেও চিকিৎসাধীন হাসপাতালে পিস্তলসহ আটক-১
ডেক্স নিউজ ঃ
ইয়াবা সিন্ডিকেট এর নিউজ করার কারনে চট্টগ্রাম ব্যুরো কামরুল হাসান কে প্রানে মেরে ফেলার জন্য চেয়েছিল। গত ৩১-০৮-২০২০ ইংরেজি একটি নিউজ প্রকাশ করা হয় জাতীয় দৈনিক চৌকস পএিকা ও উচ্চকন্ঠ পএিকায়, নিউজ করার কারণে চট্টগ্রাম ব্যুরো কামরুল হাসান কে বিভিন্ন ভাবে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো কিছু লোকজন। বায়েজিদ থানা এরিয়ার জাকির হোসেন সড়ক মোহাম্মদ নগর মোস্সাম্মদ আয়েশা বেগম( ৪৮)এবং ছেলে আবদুর লিটন)(৩৫) কয়েকদিন যাবৎ হুমকি দিয়ে যাচ্ছে। আবদুর সবুর, লিটন এর সম্পর্কে ভাগিনা হয়, মোঃ অভি (২৫) পিতা মৃত নেছার আহমেদ এর ছেলে বৌ বাজার খাজা হোটেলের মোড়ে। কামরল হাসান জানায়, অভি আমাকে আসার জন্য আমার এই নাম্বার 01712819074 ফোন দিয়ে বলেন তাঁর সাথে দেখা করার জন্য আমার সাথে তাঁর জরুরী কথা আছেন। আমি আমার বাসা থেকে বাহির হয়ে তার সাথে দেখা করলাম হঠাৎ করে সে আমাকে বলে যে আপনি কাজটা ঠিক করেন নাই।তার খেসারত আপনাকে দিতে হবে। একপর্যায়ে কথা কাটাকাটি
শেষে আমাকে নিয়ে যাওয়া হয় তাদের ধোয়া পাড়া হিন্দু বাড়িতে প্রকাশ নেছার এর বাগান বাড়িতে। ২৩-৯-২০২০ ইংরেজ তারিখ সকাল বেলা
৭ ঘটিকার সময়।
ভিকটিম কামরুল হাসান এর কাছে জানতে চাইলে তিনি আরোও বলেন, আসামি তার বাগান বাড়িতে নিয়ে আমাকে পিস্তল দিয়ে গুলি করতে চেয়েছিলো ফায়ার না হওয়ার কারণে সে আমাকে পিস্তল এর বাট দিয়ে এলোপাতাড়ি আমার মাথায় আঘাত করে এবং তার মামা সোহাগ ছুরি দিয়ে এলোপাতাড়ি শরিরে মারতে থাকে, একপর্যায়ে আমার হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে যায়
এবং বাম হাতের বাহুতে কয়েকটা মারাত্বক জখম করে। তখন আমি মাটিতে লুটে পরে যা-ই। বিকাল ৫ টার সময় হালি শহর থানা এস আই ইমামুল হাসান আমাকে ঘটনার স্থান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হসপিটাল পাঠায়। আমি মেডিকেল থেকে সুস্থ হয়ে থানায় গিয়ে ওসি তদন্ত সাহেব এর সহযোগিতায় এবং আই ও ইমামুল হাসান এর সহযোগিতায় থানায় এজাহার দায়ের করি। হালি শহর থানা মামলা নাম্বার ১৮, মামলা রুজু হওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে এক নাম্বার আসামি অভি কে এরেস্ট করা হয় এবং যেই পিস্তল দিয়ে আমাকে মেরে ফেলার জন্য চেয়েছিল সেই পিস্তল সহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ ।
বাকী আসামি এখনও এরেস্ট
হয়নি অভিযান অব্যহত আছে।