শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম মহানগর ইলেকট্রিক থ্রি হুইলার যানবাহন মালিক ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত সিএমপির বন্দর থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্রসহ দুইজন গ্রেফতার মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, টাকা সহ ২ চোর আটক জেএমসেন হলে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে গান পরিবেশন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও গোলমাল সৃষ্টির ঘটনায় দুইজন গ্রেফতার পূজামণ্ডপ পরিদর্শনে সিএমপি কমিশনার। এই কিরে তোর ভালোবাসার প্রতিদান,,?? চট্টগ্রাম ডায়াবেটিস হাসপাতালে অবৈধ কমিটির বিরুদ্ধে আন্দোলন চাঞ্চল্যকর মৎস্য ব্যবসায়ী জালাল উদ্দিন হত্যা মামলার পলাতক আসামি মোরশেদুর রহমান খোকা’গ্রেফতার র‍্যাব-৭ জুয়াড়ি তাহেরের রিক্সার গ্যারেজ থেকে ১৭ জুয়াড়ি আটক নৃত্যের তালে তালে গান গেয়ে চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামি মেহেদী হাসান সাগর

এমপি লতিফের উদ্যোগে ৩ স্পটে বুথ স্থাপন” ইপিজেড এলাকায় করোনার নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করলেন কাউন্সিলর সুমন

এমপি লতিফের উদ্যোগে ৩ স্পটে বুথ স্থাপন”
ইপিজেড এলাকায় করোনার নমুনা সংগ্রহ বুথ উদ্বোধন করলেন কাউন্সিলর সুমন

প্রেস বার্তাঃ১১জুন

নগরীর ইপিজেড এলাকায়”করোনাভাইরাস” জনিত কারণে (কোভিড-১৯) আক্রান্তদের প্রাথমিক নমুনা সংগ্রহ কার্যক্রম ১১জুন বৃহস্পতিবার সকাল ১১টা হতে ব্যারিস্টার সুলতান আহম্মদ চৌধুরী ডিগ্রী কলেজ প্রাঙ্গনে অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্পে চট্টগ্রাম -১১ এর সাংসদ এম.এ লতিফের সার্বিক সহযোগিতায় এবং ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন ’এর উদ্যোগে বিনামূল্যে নমুনা সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে॥
সকালে চিটাগাং চেম্বার পরিচালক ও নগর কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী স্বপন উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সম্মানিত অতিথি ও নমুনা সংগ্রহ কাযক্রমের প্রধান সমন্বয়ক ,৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, সমন্বয়ক সদস্য মোঃইব্রাহিম খলিল বাদশা এবং স্বাধীনতা আন্তঃজেলা ঐক্য পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন। উদ্বোধন কালে কাউন্সিলর সুমন বলেন,মহামারি ”করোনাভাইরাস” জনিত কারণে চিকিৎসা বঞ্চিত এবং এই এলাকার অসম কষ্ঠ ওদূর্ভোগের কথা বিবেচনা করে চট্টগ্রাম -১১ এর সাংসদ এম.এ লতিফের ঐকান্তিক ইচ্ছায় বিনামূল্যে নমুনা সংগ্রহ কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। যার ফলে অনেক অসহায় (কোভিড-১৯) আক্রান্তদের অনেকেই ঘরে বসে তাদের উপসর্গ আছে কিনা তা জানতে পারবেন।
প্রতিদিন প্রায় অর্ধশত(কোভিড-১৯) আক্রান্ত রোগিদের নুমনা সংগ্রহ কার্যক্রমের টোকেন সকাল সাড়ে ৯টা থেকে ১১.৩০মিনিট হতে বন্দরটিলাস্থ অফিস চলাকালীন সময়ে নাম,ফোন ও সঠিক ঠিকানা,তথ্য দিয়ে(কোভিড-১৯) পরিক্ষা করাতে পারবেন। এই কার্যক্রমে শুধুমাত্র(কোভিড-১৯) উপসর্গ ভোগিরা অংশ নিতে পারবেন বলে জানাই।
সহযোগি সংস্থা চিটাগং চেম্বার সূত্রে জানা গেছে, এই কার্যক্রম আরো ২/৩ টি স্পটে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো- বন্দরের বারিক বিল্ডিং(কে.বি দোভাষ উচ্চ বিদ্যালয়),দামপাড়া ওয়াসাস্থ পুলিশ ইনস্টিটিউট স্কুল এবং আগ্রাবাদস্থ চেম্বার পুরাতন ভবনে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্রে”করোনার” নমুনা সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com