বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
বিএসসি”তে শত শত দুর্নিতি করেও বহাল, চাকরিচ্যুত না করে প্রমোশন,,,,!!
ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর কোথায়,,?
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
বিএসসির’র জিএম ডিপিএ চলতি দ্বায়িত্ব ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের স্বজন প্রীতি, নাবিকদের হয়রানি, সিলেকশনে অনিয়ম, বেতন বৈষম্য, শ্রম আইন পরিপন্থী, স্বৈরাচারী কর্মকান্ড,COP জ্বাল সনদ, মিথ্যা তথ্য, ৬টি নতুন জাহাজে অদক্ষ ক্যাপ্টেন ও চিপ ইঞ্জিনিয়ার নিয়োগ, বিএসসি নিয়োগ বিধিমালা ভঙ্গ করে বেশি ডলারে চুক্তিভিত্তক নিয়োগ দ্বারা তার ব্যক্তিগত স্বেচ্ছাচারিতার কারণে আর্থিক ক্ষতি সাধন করার প্রমাণিত হওয়া সত্বেও তাকে বিভাগীয় আওতায় ব্যাবস্থা গ্রহণ না করে SPD বিভাগ থেকে GM( DPA,CEO )পদে পদোন্নতি দিয়ে প্রতিষ্ঠান কে সীমাহীন আর্থিক ক্ষতির সম্মুখীন ও বৈষম্যের সৃষ্টি হওয়া, দুদকের তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়া সত্বেও শাস্তি মূলক ব্যাবস্থা না নেওয়া, বাংলার সমৃদ্ধি জাহাজের ক্যাপ্টেন কে তার কমান্ড মেনে “ রাশিয়ান নেভি” নিষেধাজ্ঞা অমান্য করে যুদ্ধ সিমানায় জাহাজ নিয়ে যাওয়ার কারনে বিএসসি হারায় একটি নতুন জাহাজ, ও একজন চৌকস অফিসার হাসিবুল ইসলাম কে, অদক্ষ ও পূর্বপরিকল্পিত ভাবে মোটা অংকের টাকার কন্টাক্টে লোক নিয়োগ দিয়ে ৩ নাবিক পলায়ন করে ব্রাজিলে, বাংলার সৌরভ জাহাজ এ আগুন লেগে এক নাবিক ও বাংলার জ্যোতি জাহাজে আগুন লেগে প্রাণ হারায় একজন নবীন ক্যাডেট ও ২ জন ওয়ার্কশপ শ্রমিক। সৈয়দ আমানউল্লাহ পদবি ঃ- বসান সিডিসি নং BSC/CLT/ 172 বাংলার সৌরভ কার্পেন্টার পদে জাহাজে যোগদান করাইয়া ৫ মাসের মাথায় তার ইচ্ছার বিরুদ্ধে ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান জাহাজ থেকে জোর পূর্বক নামাইয়া দেয়, তা এখন পর্যন্ত সাইন অফ ও জাহাজে পুনরায় যোগদানের কোন ব্যাবস্থা করেননি।
মোঃ আলাউদ্দিন, মেরিন ইলেক্ট্রো টেকনিক্যাল অফিসার নৌ-পরিবহন মন্ত্রনালয়ের নির্দেশ বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন ১৯৭২ এবং বিমা নীতি ও মেরিটাইম স্ট্যান্ডার্ড অনুযায়ী “এম টি বাংলার অগ্রগতি” জাহাজে দায়িত্ব পালনকালে চোখ মস্তিষ্কে আঘাতজনিত ক্ষতিপূরণ বকেয়া মূল বেতন চিকিৎসা ও পুনর্বাসন বাবদ প্রাপ্য অর্থ প্রদান এবং ইউরোপে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েও কোন সুরাহা পাইনি এখনও।
মোঃ সোহানূর রহমান সোহান সিডিসি নাম্বার টি/৩৫৬১০ পদবি – ট্রেইনিং ফায়ারম্যান। তাকে কয়েক দফায় মারপিট করে, কারন তাকে জাহাজে উঠাতে ২ লক্ষ টাকা ধার্য্য করেন সেই টাকা দিতে না পারায় অমানবিক শারীরিক নির্যাতন করেন ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান।
জাহাজে নাবিক ইঞ্জিনিয়ার যে-ই যায় প্রথম কন্টাক্ট ক্যাপ্টেন আমির মোহাম্মদ আবু সুফিয়ানের,চাকুরী পেতে পদ পদবি অনুযায়ী টাকার ডিমান্ড, চাকুরী চলাকালীন সেলারীর কমিশন, কথা না শুনলে কপালের দুর্গতি, বেতন বৈষম্যর মুল কারণ সেলারীর কমিশনে রাজি হওয়া না-হলে চাকুরির নাম সোনার হরিণ, বেশি ডলারের চাকরি দেওয়া আর না দেওয়া সেইটা ক্যাপ্টেন আমির মোঃ আবু সুফিয়ানের স্বেচ্ছাচারিতার উপর নির্ভর করে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন সী-ম্যান্স এসোসিয়েশনের সভাপতি সাধারণ সম্পাদক এই অভিযোগ সহ আরো শত শত অভিযোগ করে আসলেও এখনও স্ব পদে বহাল হ্যামিলিয়নের বাঁশিওয়ালা খ্যাত ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান, মনোনীত হয়েছেন ফের প্রমোশন এর জন্য।
এছাড়াও ১৪০ টিরও বেশি অভিযোগের কপি হাতে এসে পৌঁছেছে প্রতিবেদকের হাতে,
যেখানে ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান কে দায়ী করে সরাসরি তার নামে অভিযোগ গুলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ে জমা পড়েছে, তার বিরুদ্ধে এত এত অভিযোগ থাকার পরেও তার বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে ব্যাবস্থা নেওয়া হচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা।শত শত বার অপরাধ করার পরও আবারও প্রমোশন,,?
আসলেই তার পিছনে রয়েছে মহা শক্তি যাই করুক যা-ই বলুক সব-ই ফু দিলে ধুলিস্যাৎ হয়ে যায় কে সেই খুটি,,,,,,.??
যার আশীর্বাদে বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর ম্যানেজিং ডাইরেক্টর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা বৃন্দ, দুদকের তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পরেও কোন ব্যবস্থা না নিয়ে উল্টো তাকে প্রমোশনের জন্য সিলেক্ট করা প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন নয় রিতিমত হতাশা সহ গুঞ্জনে গুঞ্জনে পরিনত বিএসসি”র সকল দপ্তর।
দুদক তদন্তে দোষী প্রমাণিত হওয়া সত্বেও জাল সার্টিফিকেট দিয়ে এখনও চাকুরিতে বহাল থাকার বিষয়টি সম্পুর্ন ন্যাক্কারজনক রীতিমত প্রশ্নের।
নানান অভিযোগের পর অভিযোগ জমা পড়লেও কোন ব্যাবস্থা নেয়নি বিএসসি নৌ মন্ত্রণালয়।
তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সিবিএ এর সভাপতি, সাধারণ সম্পাদক ও ভুক্তভোগী মেরিনার’রা।
কে সেই অদৃশ্য শক্তি দানবের হাত, যার হানায় ধূলিসাৎ হয়ে যায় সকল দুর্নিতি ও অভিযোগ, কে এই খুটি ,,,,?
তার খুঁটির জোর কোথায়,,,,???