শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Hdr; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Hdr;
cct_value: 0;
AI_Scene: (200, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0; মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্স এর উদ্যোগে ফ্রী ভ্যাক্সিন ও গাছ বিতরন এবং ডাক্তারী পরামর্শ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ৫ ডিসেম্বর ২০২৫ইং
চট্টগ্রাম ঈশান মিস্ত্রি হাটে মেসার্স শাহেদ আলম এন্ড ব্রাদার্স এর উদ্যোগে ফ্রী ভ্যাক্সিন ও গাছ বিতরন এবং ডাক্তারী পরামর্শ এর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মোঃ ওয়াসিক আহমেদ ও সোয়েব আহমেদ এর উদ্যোগ এই ফ্রী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, উপ-প্রানী সম্পদ কর্মকর্তা নাসির উদ্দিন মোহাম্মদ আলমগীর, সাবেক উপ – প্রানী সম্পদ কর্মকর্তা মতিউর রহমান, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাসারী লিমিটেড এর ডাঃ সিহাব এবং নারিশ ডেইরি লিমিটেড এর ডাঃ জাহিদ হাসান,এবং সাবেক আহমদিয়া ইউনিটের সাধারণ সম্পাদক সামন আহমেদ সুমন, ইজাব ইলায়েন্স এর এ আই টেকনিশিয়ান মোঃ ইস্তেহাদ রহমান এবং সমাজের সচেতন নাগরিক ও সুধিবৃন্দরা উপস্থিত ছিলেন,
এ সময়ে বিভিন্ন খামারীরা তাদের হাঁস মুরগি কবুতর ও বিড়াল কে ফ্রী ভ্যাকসিম দিয়ে চিকিৎসা করিয়ে নিয়ে যান,
সাবেক উপ – প্রানী সম্পদ কর্মকর্তা মতিউর রহমান বলেন, আপনারা ঘরে ঘরে গাছ লাগান পরিবেশ বাঁচান। হাঁস মুরগি লালন পালন করুন, পুষ্টি চাহিদা পুরন করুন,।