শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0; মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, কিশোর গ্যাং এর দৌরত্ব কমাতে সিটিজেন ফোরাম ৩৮ নং ওয়ার্ড এর উদ্যোগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, কিশোর গ্যাং এর দৌরত্ব কমাতে সিটিজেন ফোরাম ৩৮ নং ওয়ার্ড এর উদ্যোগে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এলাকাবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আজম উদ্দিন এর সভাপতিত্বে (সভাপতি সিটিজেন ফোরাম ৩৮ নং ওয়ার্ড) ও মোঃ জহির উদ্দিন এর সঞ্চালনায়
( সাধারণ সম্পাদক সিটিজেন ফোরাম ৩৮ নং ওয়ার্ড ) অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দীন
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সিএমপি
ও মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মোস্তফা আহমেদ ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দর থানা,
বিশেষ অতিথি আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ন আহবায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি,ও সদস্য সিটিজেন ফোরাম চট্টগ্রাম মহানগর, বিশেষ অতিথি আলহাজ্ব হানিফ সওদাগর, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগর ও সভাপতি বন্দর থানা সিটিজেন ফোরাম,
এসময়ে আরো বক্তব্য রাখেন,
মোঃ সেলিম সহ-সভাপতি বন্দর থানা সিটিজেন ফোরাম, হাজী মোঃ সালাউদ্দিন, হাজী এবাদুর রহমান, মাহাবুব আলম বাচ্চু, হাজী মোঃ হোসেন, মোঃ নাজিম উদ্দীন, ওমর আব্দুল্লাহ বাহাদুর, মোঃ মাসুদ রানা, মোঃ জাহাঙ্গীর হোসেন প্রধান শিক্ষক, মওলানা মনিরুল হক ( ইমাম সাহেব ) মহিলা নেত্রী শাহিদা খানম, সামউন আহমেদ সুমন, শাহনামা বাচা,আনোয়ার হোসেন জুনু, খন্দকার মোশতাক, ও কামরুদ্দিন, মোঃ আক্তার, মোঃ মামুন সায়দুর রহমান রহিম,মোঃ কামাল সহ প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে এম এ আজিজ বলেন, মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, কিশোর গ্যাং এর দৌরত্ব দিন দিন এমন এক আকার ধারণ করেছে যা বর্তমানে আমাদের সমাজ পরিবার এমনকি দেশের জন্য ও এক ভয়ংকর রুপ ধারণ করেছে ।
এর থেকে পরিত্রাণ পেতে আমাদের সবাইকে সচেতন হতেই হবে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজিম উদ্দীন বলেন,
মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ, কিশোর গ্যাং ও ইভটিজিং যারা করছে তাদের তথ্য আমাদেরকে দিন এদের বিরুদ্ধে আমরা দ্রুত ব্যবস্থা নিবো, মাদক ব্যবসা, সন্ত্রাসী চাঁদাবাজি, ও ইভটিজিং যেই করুক তার কোন ছাড় নেই,
মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এলাকার সচেতন মহল,
আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার আহবান জানিয়ে মতবিনিময় সভা সমাপ্তি ঘোষণা করেন।