সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: Auto;
cct_value: 0;
AI_Scene: (-1, -1);
aec_lux: 0.0;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0; আকমল আলি রোডে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
সাবেক সফল কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল এর নেতৃত্বে মাদক বিরোধী মানববন্ধন ৩৯ নম্বর ওয়ার্ড ইপিজেড থানায় অনুষ্ঠিত হয়েছে,
চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য সাবেক সফল কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ও বিএনপি নেতা বিশিষ্ট সমাজসেবক ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক মিজানুর রহমান পারুল এর নেতৃত্বে ৩৯ নম্বর ওয়ার্ড ইপিজেড থানা এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার আকমল আলী রোডের খাল পাড়ে অনুষ্ঠিত হয়।
মাদকাসক্তি সামাজিক শান্তি ও সমৃদ্ধির অন্তরায়। মাদকাসক্তি রুখবোই ও নিরাপদ আগামীর বাংলাদেশ গড়বই,,
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল ও ৩৯ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক মিজানুর রহমান পারুলের ডাকে এই মানববন্ধনে শত শত মানুষ স্ব-প্রণোদিতভাবে উপস্থিত হয়।
প্রধান অতীতের বক্তব্যে মিজানুর রহমান পারুল বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, এই ব্যাধিতে যেই আক্রান্ত হোক সে আপনার সন্তান বা আমার, সে জাতির জন্য দেশের জন্য সমাজের জন্য এবং সংসারের জন্য একটি অভিশাপ, মাদকাসক্ত জীবন একটি ঘৃণার জীবন,
তাই সকলে আসুন মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই,,
এ সময় তিনি হুংকার দিয়ে আরো বলেন মাদক ব্যবসায়ী যেই হোক তার কোন ছাড় নাই অতএব মাদক ছাড়ুন, সুন্দর জীবন যাপন করুন,
এসময়ে, আরো বক্তব্য রাখেন,
মোঃ শরীফ, সাবেক ইপিজেড থানা সহ-সভাপতি
মোঃ শাহজাহান সাবেক ইপিজেড থানা সহসভাপতি মোঃ মিজানুর রহমান পারুল সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ নওশাদ ছাত্র বিষয়ক সম্পাদক ইপিজেড থানা, আর জে রাসেল, সাবেক ছাত্রদল সহসভাপতি চট্টগ্রাম মহানগর মোহাম্মদ আনিস যুব সংগঠক ইপিজেড থানা,
মোঃ আলসাফা স্বেচ্ছাসবক দল ৩৯ নম্বর ওয়ার্ড,
মোঃ সাইফুর রহমান রনি, যুব সংগঠক
মোঃ শওকত, যুব সংগঠক, মোঃ রনি যুব সংগঠক,
মোঃ সিবলু যুব সংগঠক
এ সময়ে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ
মোঃ মনসুর আলী, ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি,
মোঃ মেহেদী হাসান সহ-সভাপতি
মোঃ ওসমান, সাধারণ সম্পাদক,
মেঃ শাহজালাল সানি, ব্যবসায়ী সংগঠক
মোঃ জাকারিয়া, উপদেষ্টা সহ প্রমূখ