সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
চট্টগ্রাম ইপিজেড এ ১৪ বছরের এক শিশুকে বলাৎকার দুই ধর্ষক গ্রেফতার
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম
চট্টগ্রাম ইপিজেড থানার আকমল আলী রোড ভেড়ীবাধ এলাকায় ১৪ বছরের এক ছেলেকে ধর্ষণ (বলৎকারের) শিকার হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ইপিজেড থানাধীন আকমল আলী রোড এলাকায় গত ৬ সেপ্টেম্বর রেদওয়ান শরীফ নামে এক ছেলেকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
এ বিষয়ে আরো জানা যায় ধর্ষনের শিকার রেদওয়ানের মা বেকুম বাহার একজন গার্মেন্টস শ্রমিক, তার দুই সন্তান । স্বামী মানসিক রোগী, দুই সন্তানের মধ্যে মোঃ রেদওয়ান বড় ।
সংসারের অভাব অনাটনের কারণে চায়ের দোকানে কাজ করতো রিদোয়ান।
চায়ের দোকানে কাজ করা শেষে দোকানের প্রজেক্টের ভিতরে গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ধর্ষণকারী জিয়াউল হক ও নবী হোসেন জোরপূর্বক ধর্ষণ / বলাৎকার করেন।
পরে তার মা বেকুম বাহার রক্তাক্ত অবস্থায় ছেলে মোহাম্মদ রিদোয়ানকে হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে ইপিজেড থানায় ধর্ষণকারীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ধর্ষক দুইজনকে আটক করে ইপিজেড থানা পুলিশ। যার মামলা নং – ৪ তারিখ ১১-১৯ ২০২৫ ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (সংশোধনী/২০০৩) এর ৯/১ এর ধারায় ইপিজেড থানায় মামলা রুজু করা হয়েছে