সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব শফিউল আলমের তিন স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত অভয়নগরে বিএনপির উদ্বোগে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ- সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন-খোরশেদুল আলম। সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  আকমল আলি রোডে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অভয়নগরে বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত নওয়াপাড়ায় নবনির্বাচিত মটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দকে ট্রাক ট্রান্সপোর্ট এজেন্সি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থীদের পি-টেস্ট পরিক্ষার ফলাফল ঘোষণা ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পতেঙ্গায় জামায়াতের কাউন্সিলর প্রার্থী ইউসুফ’র টিন ও নগদ অর্থ বিতরণ

বাকলিয়া থানা পুলিশের অভিযানে চোরাই সাড়ে সাত ভরি স্বর্ণালংকার মোবাইল শাড়ি উদ্ধারসহ ১জন আসামী গ্রেফতার

বাকলিয়া থানা পুলিশের অভিযানে চোরাই সাড়ে সাত ভরি স্বর্ণালংকার মোবাইল শাড়ি উদ্ধারসহ ১জন আসামী গ্রেফতার

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম ৯ই জুলাই ২০২৫ ইং

বাকলিয়া থানা পুলিশের অভিযানে চোরাই সাড়ে সাত ভরি স্বর্ণালংকার মোবাইল শাড়ি উদ্ধারসহ ১জন আসামীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন সিএমপি মিডিয়া। 

জানা গেছে, মামলার বাদীনি স্বপ্না রানী ধর (৫৮) গত ০৭/০৭/২০২৫খ্রিঃ তারিখ তার ছোট ভাইয়ের মেয়ের বিবাহ অনুষ্ঠানে যাওয়ার জন্য আনোয়ারা থেকে সিএনজি যোগে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুরের ইকবাল কনভেনশন হলের উদ্দেশ্যে রওনা করেন। ঐ দিন বিকাল অনুমান ৫.১০টার সময় বাকলিয়া থানাধীন শহীদ বশরুজ্জামান গোলচত্ত্বরের পশ্চিম পাশে ট্রাফিক পুলিশ বক্সের সামনে সিএনজি থেকে নেমে তার সাথে থাকা কাপড়ের বড় ব্যাগ পাশে রাস্তার উপর রেখে মোবাইলে কথা বলতেছিল।

কথা বলা শেষে দেখেন যে, তার ব্যাগটি যথাস্থানে নাই। ব্যাগের ভিতরে স্বর্ণের মোড়ানো ২টি শাঁখা যার ওজন ১ ভরি, মূল্য অনুমান ১,৮০,০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা, স্বর্ণের হাতের পলা ২টি, যার ওজন ১ ভরি, মূল্য অনুমান ১,৮০,০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা, আয়স্থী চুড়ি ১টি, যার ওজন ১০ আনা, মূল্য অনুমান ১,১০,০০০/- (একলক্ষ দশ হাজার) টাকা, স্বর্ণের আংটি ১টি যার ওজন ৫ আনা, মূল্য অনুমান ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা, স্বর্ণের গলার বল মালাযুক্ত চেইন ১টি যার ওজন ১.৫ ভরি, মূল্য অনুমান ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা, লকেটসহ ১টি চেইন যার ওজন ২.৩ ভরি, মূল্য অনুমান ৪,১৪,০০০/- (চার লক্ষ চৌদ্দ হাজার) টাকা, ১টি রেডমি এন্ড্রয়েড মোবাইল ফোন, যার সীম নাম্বার-০১৮৮৭৯১৪২৯১ সংযুক্ত, মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা, নগদ ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকাসহ সর্বমোট=১২,৩২,৫০০/-(বারো লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকার মালামাল ছিল। অভিযোগকারীর ধারণা অজ্ঞাতনামা চোর/চোরেরা কৌশলে বাদীনি মোবাইল ফোনে কথা বলার সময় ব্যাগটি চুরি করে নিয়ে যায়। অভিযোগকারীর ব্যাগটি সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ঘটনার বিষয়ে অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে বাকলিয়া থানায় হাজির হয়ে লিখিত এজাহার দায়ের করলে বাকলিয়া থানার মামলা নং-১২, তারিখ-০৮/৭/

২০২৫ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোবারক হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ সিসিটিভির ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাত ঘণ্টার মধ্যে মামলার ঘটনার সহিত জড়িত আসামি

নুর হোসেন কালু (৩১), পিতা-মৃত ফতেহ মাহমুদ, মাতা-রাশেদা বেগম, সাং-জলদি, সরল বাজার, কালূ পাগলার বাড়ী, ৭নং ওয়ার্ড, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-হাফেজ নগর, তুলাতলী, লিজা কলোনী (হারুন সওদাগরের কলোনী), থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে।

পরবর্তীতে তার স্বীকারোক্তি ও দেখানোমতে এবং বাদীনির সনাক্তমতে আসামীর বাসা হতে বাদীনির চোরাই যাওয়া ২টি শাঁখা যার ওজন ১ ভরি, মূল্য অনুমান ১,৮০,০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা, স্বর্ণের হাতের পলা ২টি, যার ওজন ০১ ভরি, মূল্য অনুমান ১,৮০,০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা, আয়স্থী চুড়ি ০১টি, যার ওজন ১০ আনা, মূল্য অনুমান ১,১০,০০০/- (একলক্ষ দশ হাজার) টাকা, ৪। স্বর্ণের আংটি ১টি যার ওজন ৫ আনা, মূল্য অনুমান ৫৫,০০০/- (পঞ্চান্ন হাজার) টাকা, ৫। স্বর্ণের গলার বল মালাযুক্ত চেইন ১টি যার ওজন ১.৫ ভরি, মূল্য অনুমান ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) টাকা, লকেটসহ ০১টি চেইন যার ওজন ২.৩ ভরি, মূল্য অনুমান ৪,১৪,০০০/- (চার লক্ষ চৌদ্দ হাজার) টাকা, ১টি রেডমি এন্ড্রয়েড মোবাইল ফোন, যার সীম নাম্বার-০১৮৮৭৯১৪২৯১ সংযুক্ত , মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকাসহ সর্বমোট=১২,৩২,৫০০ (বারো লক্ষ বত্রিশ হাজার পাঁচশত) টাকার স্বর্ণালংকার এবং উক্ত ব্যাগে শাড়ীসহ অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র উদ্ধার করেন। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী নুর হোসেন কালু (৩১) এর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অস্ত্র আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com