মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধান এর লক্ষ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় অভয়নগর থানা পানি কমিটি উদ্বেগ প্রকাশ করেছে।
মোল্লা হাবিবুর রহমান হাবিব ঃ- নওয়াপাড়া যশোর
অভয়নগর থানা পানি কমিটির এক জরুরি মতবিনিময় সভা গতকাল সোমবার সন্ধায় নওয়াপাড়া ইনিস্টিটিউট অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। অভয়নগর থানা পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মোতলেব সরদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অভয়নগর থানা পানি কমিটির সহ সভাপতি মোঃ আক্তার উজ্জাম,অভয়নগর থানা পানি কমিটির দপ্তর সম্পাদক ও নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস- মোল্যা হাবিবুর রহমান (হাবিব),পানি কমিটির সদস্য মোঃ ফিরোজ আলম,পানি কমিটির সদস্য বিকাশ চন্দ মল্লিক,পানি কমিটির সদস্য প্রপেসার মোঃ হাবিবুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ। মতবিনিময় সভার সভাপতি মোতলেব সরদার বলেন ভবদহ জলাবদ্ধতা সমস্যার সমাধানের লক্ষ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন বৃষ্টি ধেয়ে আসছে এখনও আমডাঙ্গা খালের জমি অধীগ্রহনের কাজ হয়নি। সেনাবাহিনীর তত্বাবধানে আজও টেকা নদী, হরি নদী, আপার ভদ্রা নদী, শ্রী নদীর ৮৪ কিঃ মিঃ নদী আজও খনন শুরু হয়নি। ভবদহে পানি সেচের জন্য আরো ৬ টি পাম্প বাড়ানোর ব্যাবস্থা করা হয়নি। বিলগুলিতে টি আর এম চালু হয়নি। ভবদহের সামগ্রিক বিষয়ে অভয়নগর পানি কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দ্রুত উক্ত সম্যার সমাধানের জন্য সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করেছেন। দ্রুত ভবদহ সমস্যার সমাধান করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।