শনিবার, ১৮ মে ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com

গলাচিপা পটুয়াখালী সরকারি মহিলা কলেজে জিপিএ-৫ পেয়েছ ৯৭ ছাত্রী

মোঃনুহু ইসলাম পটুয়াখালী প্রতিনিধী

২৮ নভেম্বর গলাচিপা পটুয়াখালী এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষাবোর্ডের অধীন পটুয়াখালী সরকারী মহিলা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৯৭ জন। এ কলেজে পাসের হার শতকরা ৯১.৫৭ ভাগ।
কলেজ সূত্রে জানাগেছে, পটুয়াখালী সরকারী মহিলা কলেজ থেকে ৬৮৮ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করে। এর মধ্যে ৯৭ জন জিপিএ-৫ সহ ৬৩০ জন উত্তীর্ন হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞানে ৪৮ জন, মানবিকে ৪৩ জন, বানিজ্যে ৬ জন। এছাড়া ৪-৫ গ্রেডের মধ্যে ২৬১ জন, ৩-৪ গ্রেডের মধ্যে ১৫৫ জন, ৩-৩.৫০ পয়েন্টের মধ্যে ৮৫ জন, ২-৩ পয়েন্টের মধ্যে ৩১ জন ও ১-২ পয়েন্টের মধ্যে ১ জন। অকৃতকার্য ৫৮ জন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ বলেন গতবারের চেয়ে এ বছর রেজাল্ট ভাল হয়নি। গতবছর পাসের হার ছিল শতকরা ৯৫.১৪ ভাগ। গতবার জিপিএ- ৫ পেয়েছিল ১৭৮ জন। এ বছর ৮১ জন কম। এ প্রসঙ্গে অধ্যক্ষ প্রফেসর মোদাচ্ছের বিল্লাহ বলেন যেমন শিক্ষার্থী, তেমন ফল। ২০২০ সালে শতভাগ পাস করেছিল। আগামীতে ভাল ফলাফলের জন্য আমরা চেষ্টা করতেছি ‘

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com