শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক। খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলা উদ্বোধন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও বর্ষবরণ অনুষ্ঠান সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় অস্বাস্থ্যকর পন্য জব্দ৷ এলএস বাইকারস দের নিয়ে যাত্রা শুরু৷ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহাগাড়ায় মাঠে সাধারণ শিক্ষার্থীগন। লোহাগড়ায় শ্রীঘরে নগদ টাকা ও ইয়াবা জব্দ। লোহাগড়ায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। প্রকাশ্যে ছুরি মেরে হত্যার মূল আসামি কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

রেলওয়ে কর্মচারীর পেনশনের ১৫ লক্ষ টাকা ছিনতাই মামলার মূল হোতা সহ ৩ জনকে গ্রেফতার করেছে – ডিবি

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে রেলওয়ে কর্মচারীর পেনশনের ১৫ লক্ষ টাকা ছিনতাই এর মামলার মূল হোতা সহ ০৩ জন গ্রেফতার এবং লুন্ঠিত ১১,৩০,০০০/- টাকা উদ্ধার

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম ১লা অক্টোবর

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা(বন্দর ও পশ্চিম) বিভাগের অভিযানে চট্টগ্রাম মহানগর পাহাড়তলী থানাধীন ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখার সামনে হতে রেলওয়ে কর্মচারীর পেনশনের ১৫ লক্ষ টাকা ছিনতাই এর ঘটনার মূল হোতা সহ ৩ জনকে গ্রেফতার করা হয়। ভিকটিম মোঃ রুহুল আমিন(৬০) বিগত এক বছর পূর্বে চাকরী হতে অবসর গ্রহণ করেন। তাহার পেনশনের টাকা ইসলামী ব্যাংক, পাহাড়তলী শাখা, চট্টগ্রামে গচ্ছিত ছিল। তাহার পেনশনের টাকা হতে ১৪,৯৬,০০০(চৌদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা উত্তোলন করে তাহার স্ত্রীর ব্যাংক একাউন্ট সোনালী ব্যাংক, আগ্রাবাদ শাখা, চট্টগ্রামে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে গত ১৮/০৯/২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ১০.৩০ ঘটিকার সময় বাদী ও তাহার স্ত্রী খোদেজা বেগম সহ ইসলামী ব্যাংক, পাহাড়তলী শাখায় যান। ১৮/০৯/২০২৩ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১২.০৫ ঘটিকার সময় বাদী পেনশনের ১৯,১২০০০/-(উনিশ লক্ষ বার হাজার) টাকার মধ্যে হতে ১৪,৯৬,০০০(চৌদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা উত্তোলন করেন। পরবর্তীতে উত্তোলনকৃত টাকা একটি বাজারের ব্যাগে নিয়ে তাহার স্ত্রীর ব্যাংক একাউন্ট সোনালী ব্যাংক আগ্রাবাদ শাখায় রাখায় জন্য বের হন। ব্যাংকের সামনে কোন গাড়ি না থাকায় পায়ে হেটে গাড়িতে উঠার উদ্দেশ্যে অলংকার মোড় যাওয়ার জন্য দুপুর অনুমান ১২.১০ ঘটিকার সময় পাহাড়তলী থানাধীন জোলা পাড়াস্থ সিটি কর্পোরেশন মার্কেটের সংলগ্ন আম্মান ফুড এর সামনে পাকা রাস্তার উপর পৌছালে বাদীর পিছন দিক হতে আসা একটি অজ্ঞাতনামা সিএনজি আটোরিক্সাতে চালক সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীরা আসিয়া চলন্ত অবস্থায় টান দিয়ে বাদীর হাতে থাকা নগদ ১৪,৯৬,০০০(চৌদ্দ লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা সহ ব্যাগটি ছিনতাই করে দ্রæত গতিতে ঘটনাস্থল হতে অজ্ঞাত স্থানে চলে যায়।

বাদী ও তাঁর স্ত্রীর ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিয়া দৌড়াইয়া সিএনজিটি আটক করতে পারে নাই। উক্ত বিষয়ে পাহাড়তলী থানায় এসে ভিকটিম এজাহার দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্ত কমিশনার মহোদয়ের নির্দেশে ডিবি-পশ্চিমে হস্তান্তর হলে উপ-পুলিশ কমিশনার(ডিবি-বন্দর ও পশ্চিম)  মোহাম্মদ আলী হোসেন এর সার্বিক তত্বাবধানে এবং অতিঃ উপ-পুলিশ কমিশনার/ মোহাম্মদ সামীম কবির এবং সহকারী পুলিশ কমিশনার কাজী মোঃ তারেক আজিজ এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক/মোঃ মোঃ হারুন অর রশিদ, এসআই মোহাম্মদ রাজীব হোসেন, এসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স প্রায় ৪০টি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, তথ্য প্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামীদের অবস্থান সনাক্ত করে টানা ৪৮ ঘন্টা ধরে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ছিনতাই এর ঘটনার মূল হোতা নুরুল হক সজিব@রাজীব(৩৩) সহ তাহার সহযোগী মোঃ মহিউদ্দিন বেল্লাল@বেলাল(৪২) এবং মোঃ রায়হান(২৮)’দের গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে বাদীর নিকট হতে ছিনতাই এর মাধ্যমে লুন্ঠিত নগদ ১১,৩০,০০০(এগার লক্ষ ত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়

জানা যায়, আসামীরা পেশাদার ছিনতাইকারী। আসামীরা ইতিপূর্বেও ডিবি’র অভিযানে গ্রেফতার হয়েছিল। উক্ত মামলায় জামিনে আসার পর গত ১৭/০৯/২০২৩ খ্রিঃ তারিখে উক্ত মামলায় আদালতে হাজিরা দিতে এসে এক অপরের সাথে দেখা হয় এবং পুনরায় ছিনতাই করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক আসামী নুরুল হক সজিব@রাজীব(৩৩) তাহার সহযোগী মোঃ মহিউদ্দিন বেল্লাল@বেলাল(৪২) এবং মোঃ রায়হান(২৮) কে পরের দিন আগ্রাবাদ আসতে বলে। ঘটনার দিন অর্থাৎ গত ১৮/০৯/২০২৩ খ্রিঃ তারিখে সকালে আসামী মোঃ মহিউদ্দিন বেল্লাল@বেলাল(৪২) এবং মোঃ রায়হান(২৮) আগ্রাবাদ আসলে নুরুল হক সজিব@রাজীব(৩৩) সিএনজি অটোরিক্সা চালিয়ে আগ্রাবাদ এসে তাদের সাথে দেখা করে এবং তাদেরকে গাড়িতে নিয়ে অলংকার মোড়স্থ ইসলামী ব্যাংক পাহাড়তলী শাখার সামনে এসে অবস্থান গ্রহণ করে।

দুপুর অনুমান ১২.১০ ঘটিকার সময় ভিকটিম ব্যাংক থেকে পেনশনের টাকা তুলে পায়ে হেটে অলংকার মোড়ের দিকে যাওয়ার সময় আসামীরা ভিকটিমের হাতে থাকা টাকা ভর্তি ব্যাগ দেখতে পেয়ে সিএনজি অটোরিক্সা দ্রæত চালিত অবস্থায় চালিয়ে টান দিয়ে ব্যাগ ভর্তি ভিকটিমের পেনশনের ১৫ লক্ষ টাকা ছিনতাই করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে লুন্ঠিত টাকা ৩ জন মিলে বাগ করে নুরুল হক সজিব@রাজীব(৩৩) এবং মোঃ রায়হান(২৮) চট্টগ্রামে থাকলেও আসামী মোঃ মহিউদ্দিন বেল্লাল@বেলাল(৪২) ভাগের টাকা সহ ঢাকায় চলে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com