রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৮ পূর্বাহ্ন
ডোমারে ধর্ষক গ্রেফতার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর ডোমারে ৬ষ্ঠ শ্রেনির এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে মোস্তাকিম ইসলাম ওরফে ফরিদ (২০) নামের ধর্ষকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ শে সেপ্টেম্বর) রাতে ডিমলা উপজেলার মতির বাজার থেকে এস আই রেজানুর ও তার সংঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে আসামি মোস্তাকিম ইসলামকে গ্রেফতার করে। আসামী মোস্তাকিম ইসলাম ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজাপাঙ্গা গ্রামের রেয়াজুল ইসলামের ছেলে।
ছাত্রীটি পাঙ্গা মহেশ চন্দ্রলালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ঐ এলাকার মৃত টুকু ইসলামের (ছদ্মনাম)মেয়ে।বর্তমানে অপ্রাপ্ত মেয়েটি ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানাযায়।
মেয়ের পরিবার সুত্রে জানাযায় গরুর খাবার সংগ্রহ করতে ভুট্টার পাতা ছিরতে ভুট্টা খেতে যায় মেয়েটি। ওত পেতে থাকা ফরিদ জোর
পূর্বক ইচ্ছার বিরুদ্ধে মেয়েটিকে ধর্ষন করে। পরে এ কথা কাউকে জানালে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় ধর্ষক। প্রানের ভয়ে পরিবারের কাউকে বলেনি
মেয়েটি।কয়েক মাস পর ছাত্রীটির শ্বারিরিক পরিবর্তন দেখাদিলে তার বড়বোন মনি আক্তার জিজ্ঞাসা করলে বিস্তারিত খুলে বলেন। বাড়ি
থেকে নিরুদ্দেশ হয়ে থাকে ধর্ষক। এক পর্যায়ে ভিকটিমের চাচা রবিউল ইসলাম বাদী হয়ে নারী শিশু নির্যাতন ২১/০৯/২০২৩ ইং তারিখে মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭ (৯) এত।
এ বিষয়ে কথা হলে ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি)মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামী মোস্তাকিম ইসলাম কে আজ আদালতে পাঠানো হয়েছে
এবং মেয়েটির মেডিকেলে পরীক্ষার বিষয়ে প্রক্রিয়া চলছে