রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ভূমিদস্যু এনজিএস সিমেন্ট কোম্পানির ছত্রছায়ায় ইয়ার মোহাম্মদ এর বিরুদ্ধে জোরপুর্বক জমি দখলের অভিযোগ সদরঘাট থানার উদ্যোগে থানা কম্পাউন্ডে সিটিজেনস্ ফোরাম কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। অর্থনীতিতে ফিশারিজ ডিপার্টমেন্টের অবদানের সুযোগ রয়েছে -সিভাসু উপাচার্য পতেঙ্গায় পশ্চিম মুসলিমাবাদ জিলানী নগর যুব সমাজের তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হালিশহরের প্রস্তুতি ফুটবল ম্যাচে অনুর্ধ্ব -১৫ টিম জিতেছে নওয়াপাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত।  চান্দগাঁও থানা পুলিশের অভিযানে আন্তঃ জেলার মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় ৩ জন সদস্য গ্রেফতার ৪ টি মোটরসাইকেল উদ্ধার অভয়নগরে আরাফাত রহমান কোকো স্বৃগি ফুটবল ট্রুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত।  অভয়নগরে বিএনপি নেতা ফ,ম মোশাররফ হোসেন এর ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত। 

শ্রী শ্রী কৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসব উপলক্ষে সিএমপির রোড ম্যাপ

শ্রী শ্রী কৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসব উপলক্ষে সিএমপির
রোড ম্যাপ

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লাস্থ জেএম সেন হলে আগামী ০৫/০৯/২০২৩ খ্রিঃ তারিখ হতে ০৯/০৯/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত ০৫(পাঁচ) দিন ব্যাপী সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী কৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসব এবং আগামী ০৬/০৯/২০২৩ খ্রিঃ তারিখে উক্ত উৎসবের অংশ হিসেবে ঐতিহাসিক মহা-শোভাযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মহা-শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান চলাকালে আগত দর্শনার্থীদের সুষ্ঠূ চলাচলের জন্য নিম্নলিখিত স্থান ও রাস্তাসমূহে সকল প্রকার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

কে বি আবদুস সাত্তার রোড কেন্দ্রিকঃ

নগরীর আন্দরকিল্লা (মোমিন রোড) কেবি আবদুস সাত্তার রোডের প্রবেশ মুখে রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে কেবি আবদুস সাত্তার রোড দিয়ে আগামী ০৫/০৯/২০২৩ খ্রিঃ হতে ০৯/০৯/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত জেএম সেন হলে অনুষ্ঠিতব্য মহা-শোভাযাত্রা ও ধর্মীয় উৎসব চলাকালীন সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

গণি বেকারী কেন্দ্রিকঃ

নগরীর গণি বেকারী মোড় হতে জেএম সেন হলমুখী ও দারুল উলুম রোডের সংযোগস্থলে কেবি আবদুস সাত্তার রোড মুখে (গুডস্ হিলের সামনে) রোড ব্লক স্থাপনের মাধ্যমে ডাইভারশন প্রদান করা হবে। ফলে কেবি আবদুস সাত্তার রোড দিয়ে আগামী ০৫/০৯/২০২৩ খ্রিঃ হতে ০৯/০৯/২০২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত জেএম সেন হলে অনুষ্ঠিতব্য মহা-শোভাযাত্রা ও ধর্মীয় উৎসব চলাকালীন সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

মহা-শোভাযাত্রা চলাকালীন যানবাহন নিয়ন্ত্রণঃ

নগরীর আন্দরকিল্লাস্থ জেএম সেন হলে আগামী ০৬/০৯/২০২৩খ্রিঃ তারিখ রোজ বুধবার সকাল ০৮.০০ ঘটিকা হতে বেলা ১৩.০০ ঘটিকা পর্যন্ত শুভ জম্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিতব্য মহা-শোভাযাত্রা আগত দর্শনার্থীদের বহনকারী ট্রাক’সহ অন্যান্য গাড়ি সমেত মহা-শোভাযাত্রা জেএম সেন হল হতে আন্দরকিল্লা মোড়-বক্সিরহাট মোড়- লালদীঘির পাড়- কোতোয়ালী মোড়- নিউ মার্কেট- আমতল- রাইফেল ক্লাব- বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা)- বৌদ্ধ মন্দির- মোমিন রোড- চেরাগী পাহাড় হয়ে জেএম সেন হল-এ এসে শেষ হবে। উল্লেখিত রোডসমূহে ধর্মীয় মহা-শোভাযাত্রা চলাকালীন সাময়িক সময়ের জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পার্কিং ব্যবস্থাপনাঃ

জেএম সেন হলে শুভ জম্মাষ্টমী উৎসব এবং এতদুদ্দেশ্যে অনুষ্ঠিতব্য মহা-শোভাযাত্রায় আগত পূন্যার্থীদের বহনকারী যানবাহনসমূহ নগরীর সিআরবি সাত রাস্তার মাথায় এবং আউটার স্টেডিয়াম (এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন)-এ পার্কিং করবে।

শুভ জম্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ধর্মীয় মহা-শোভাযাত্রায় সুষ্ঠূ চলাচল নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় উৎসব যথাযথভাবে উদযাপনের স্বার্থে উল্লেখিত নির্দেশনাসমূহ সকল প্রকার যানবাহনের চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

শুভ জম্মাষ্টমী উৎসব সুষ্ঠূ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার নিমিত্তে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com