শনিবার, ১৮ মে ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com

চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থার প্রিমিয়ার ও প্রথম বিভাগ কাবাডি লিগ-২০২৩ শুরু হয়েছে

চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থার প্রিমিয়ার ও প্রথম বিভাগ কাবাডি লিগ-২০২৩ শুরু হয়েছে

ক্রীড়া প্রতিবেদক বাবুল হোসেন বাবলা:২০আগষ্ট

চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ কাবাডি লীগের উদ্বোধন করেছেন সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারন সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
রোববার বিকেলে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক লিগের উদ্ধোধন করেন।
এসময় আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস,
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী,সিজেকেএস হকি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেম চৌধুরী,যুগ্ন সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আমিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোঃ জাহাঙ্গীর, সদস্য অহিদ সিরাজ স্বপন,নাসির মিয়া, জেলা ক্রীড়া অফিসার মোঃ হারুন উর রশীদ, নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ জসিম উদ্দিন, মহিউদ্দিন হাসান, মোঃ জাহিদ হোসেন, লোকমান হাকিম, মোঃ হারুন,প্রবীণ কুমার ঘোষ সহ আয়োজক সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য বৃন্দ।

প্রিমিয়ার ও ১ম বিভাগ কাবাডি লিগের খেলা শুরুতেই প্রিমিয়ার বিভাগের খেলায় ফ্রেন্ডস ক্লাব ৩০–২৫ পয়েন্টে কাস্টমস স্পোর্টস ক্লাবকে, ফিরিঙ্গিবাজার লাকী স্টার ক্লাব ৪০–২২ পয়েন্টে সিটি ক্লাবকে, ব্রাদার্স ইউনিয়ন ৪৭–০৫ পয়েন্টে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৩৮–১৪ পয়েন্টে আগ্রাবাদ কমরেড ক্লাবকে, ফায়ার সার্ভিস স্পোর্টিং ক্লাব ৫২–২০ পয়েন্টে শহীদ শাহজাহান সংঘকে এবং লিটল ব্রাদার্স ৪৪–০৩ পয়েন্টে স্টার ক্লাবকে পরাজিত করে।
১ম বিভাগের খেলায় উল্লাস ক্লাব ৫৮–৩৬ পয়েন্টে বক্সিরহাট ইয়ংম্যান্স ক্লাবকে, ইয়ং স্টার ব্লুজ ৭০–২৯ পয়েন্টে আগ্রাবাদ নওজোয়ান গ্রিন ক্লাবকে, কল্লোল সংঘ গ্রিন ৪৬–২৯ পয়েন্টে পাঁচলাইশ যুব সংঘকে, নবীন মেলা ৫৩–০৮ পয়েন্টে চট্টগ্রাম ফুটবল ক্লাবকে, সেবানিকেতন ৪২–৩৬ পয়েন্টে বিসিআইসি ক্রীড়া সংসদকে এবং পাথরঘাটা দূর্বার সাংস্কৃতিক গোষ্ঠী ৬০–০৩ পয়েন্টে চিটাগাং রয়েলকে পরাজিত করে।
সকল ম্যাচ গুলো এম এ আজিজ স্টেডিয়ামস্থ কাবাডি‌ বা হাডুডু কোর্টে অনুষ্ঠিত হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com