শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন
নীলফামারীতে খাদ্যে বিষ মিশে মুরগি নিধন
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী প্রতিনিধি
নীলফামারী ডোমার উপজেলার চিলাহাটিতে বাদাম খেতে মুড়ি খাদ্যে বিষ প্রয়োগ করে মুরগি নিধন করেছেন আল- আমিন নামে এক ব্যক্তি।
ঘটনাটি সোমবার ভোকডাবুড়ী ইউনিয়নের ডাংগাপাড়াগ্রামে আব্দুল খালেকের (গেয়াল) ছেলে আল আমিনের বাদাম খেতে এ ঘটনা ঘটে। একাধিক মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে তার নামে।
জানা গেছে- ঐ এলাকার আলা-আমিন তার বাদাম খেতে মুড়ির সঙ্গে বিষ মাখিয়ে দেন। মুরগি গুলো একই এলাকার ছালাম এর ছেলে আব্দুল সাত্তার এর সেখানে প্রায় ২০ থেকে ২৫ টি মুরগি মারা যায়।
আব্দুল সাত্তার এর বড় ভাই হামিদুল ইসলাম অভিযোগ করে বলেন- সে তার জমিতে বিষ দেবে সেটা ঠিক আছে, তবে আমাদের জানানো উচিত ছিল এবং জমিতে লাল ফ্লাক দেওয়ারও দরকার ছিল। এসব কিছুই করেনি তিনি। এ বিষয়ে জমির মালিক আল-আমিন কে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোনটি কেটে দেন।