মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
অভয়নগর থানা বিএনপির উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন।
……………………………………….…
ডেক্স নিউজ ঃ
অভয়নগর থানা বিএনপির উদ্বোগে আজ সকালে অভয়নগর থানার ৮ টি ইউনিয়ন বিএনপির নেতাদের মাধ্যমে কম’হীন মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরন করা হয় । থানা বিএনপির সভাপতির একতারপুর বাস ভবনে উক্ত কম’সৃচিতে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরন করে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফারাজী মতিয়ার রহমান, যশোর জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য কাজী গোলাম হায়দার ডাবলু, যশোর জেলা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম মোল্লা, অভয়নগর থানা বিএনপি নেতা ইমাদ উদ্দিন গাজি, রেজাউল ইসলাম মোল্লা, আমিনুল ইসলাম বাবু, মন্জুর মাষ্টার, রবিউল ইসলাম, সরোবর ফারাজি,ইমান আলি মেম্বর, পৌর বিএনপি নেতা আঃ ছামাদ, যুবদল নেতা আঃ রশিদ বিশ্বাস, মোঃ কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোল্যা হাবিবুর রহমান( হাবিব), রিয়াজ উদ্দিন মিঠু, হাফিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, তরফদার নাজির উদ্দিন, মোঃ মাসুদ রানা তুহিন, তরফদার মইন উদ্দিন, মাহাতাবুর রহমান ইউসুফ, তাওহীদ আল ওসামা,তানভীর তরফদার, নূরে নাইম,শাকিল মোল্যা, মোঃ হানিফ মুন্সি, মোঃ মামুন হোসেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাগর শেখ প্রমুখ নেতৃবৃন্দ।