রবিবার, ০৪ মে ২০২৫, ০১:১২ অপরাহ্ন
বন্দর থানাধীন চট্টগ্রাম বন্দর অফিসার্স কলোনি বিপরীত পাশে ফুটপাতে অজ্ঞাত একজন কন্যা নবজাতক শিশু সন্তান ফুটপাতে পাওয়া গেছে।
ডেক্স নিউজ ঃ- চট্টগ্রাম ২৩ শে অক্টোবর
আজ ৬ টায় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড চট্টগ্রাম বন্দর অফিসার্স কলোনি বিপরীত পাশে অজ্ঞাত নামা একজন নবজাতক কন্যা শিশু সম্ভব্য (১)দিনের শিশু রাস্তার ফুটপাতে পাওয়া যায়।
শিশুটিকে তার মা রাস্তায় ফুটপাতে ফেলে চলে গেলে একজন সিএনজি চালক দেখে ফেলেন।
পরে সিএনজি চালক বন্দর থানায় অভিযোগ করলে পরবর্তীতে বন্দর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নামা কন্যা নবজাতক শিশুকে উদ্ধার করেন বলে জানা গেছে। বর্তমানে অজ্ঞাত নামা কন্যা নবজাতক শিশুটি পুলিশের হেফাজতে আছে।
অজ্ঞাত নামা কন্যা নবজাতক শিশুর মায়ের পরিচয় পাওয়া গেছে, জানাগেছ, নবজাতক শিশুটির মা ইসরাত জাহান সুমাইয়া (১৮) পিতা:আবুল কালাম সাং- মনোহরপুর,আবুল কালামের বাড়ি, থানা: রাজাপুর, জেলা: ঝালকাঠি। বর্তমান ঠিকানা: নিউমুিরং ৩৯ নং ওয়ার্ড লোকমান জমিদারের ভাড়া ঘর, দ্বিতীয় তলা,রুম নং-০১ থানা:ইপিজেড চট্টগ্রাম।
বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বন্দর থানা ডায়েরি নং: ১২২০ তারিখ ২৩-১০-২০২৩।