মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
নীলফামারীতে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে একজনের মৃত্যু আটক এক
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে শুধির চন্দ্র রায় কে হত্যার অভিযোগে
মোরশেদুল ইসলাম নামে এক যুবকে গ্রেফতার
করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ শে অক্টোবর) বিকেল সারে চারটার দিকে সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর মালিপাড়া এলাকায় আলহাজ্ব নমীর
উদ্দিন সরকার অটোরাইস মিলে এ ঘটনা ঘটে।
মৃত শুধির একই এলাকার শুধেন চন্দ্র রায় এর ছেলে ও আটক মোরশেদুল ইসলাম রংপুর তারাগঞ্জ এলাকায় বাসিন্দা। তারা উভয়ে ঐ অটোরাইস মিলের শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় গত বৃহস্পতিবার ৪ টার দিকে ঐ অটোরাইস মিলের কর্মচারী শুধির চন্দ্র ও মোরশেদুল ইসলাম হাওয়া মেশিন দিয়ে ধান পরিস্কার
কাজ করতে ছিলেন। এ সময় শুধিরের শ্বরির পরিস্কারের কথা বলে মোরশেদুল হাওয়া মেশিন দিয়ে শুধিরের পায়ুপথে হাওয়া ঢুকিয়ে দেয়।সাথেই তার পেট ফুলে যায়।সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন শুধির।পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে
রাত দশটার দিকে তার মৃত্যু ঘটে।
রাইস মিলের মালিক নমীর উদ্দিন বলেন ঘটনার সময় আমি মিলেই ছিলাম না। সেখানে ৬ জন কর্মচারী কাজ করছিল। পরে মিলে এসে ঘটনার বিষয় জানতে পারি। জানার পরে রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা ধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
একজন কে আটক করতে করতে সক্ষম হয়েছি।