শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন
নীলফামারীর জলঢাকায় একজনের মরদেহ উদ্ধার
সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ২৩ শে জুন শুক্রবার দুপুরের দিকে উপজেলার টেংঙ্গনমারী ইউনিয়নের চারালকাটা নদী থেকে মরদেহেটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে মরদেহটি ময়নাতদন্তের
জন্য নিজ হেফাজতে নেয় জলঢাকা থানা পুলিশ।
স্থানীয়রা জানান ২২ শে জুন বৃহস্পতিবার রাতে জুয়া খেলতে ছিল তারা পুলিশ ধাওয়া
করলে চাঁড়াল কাটা নদীতে লাফদেয় জাহাংঙ্গীর। এর পর থেকে খুজে পাওয়া যাচ্ছি
লনা জাহাংগীরকে। উদ্ধারের দু’ঘন্টা পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বলে স্থানীয়রা জানিয়ে ছেন।
স্থানীয় আসাদুজ্জামান জানান গতকাল জুয়া
খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দেয় জাহাংঙ্গীর।এর পর থেকে সে আর বাসায় আসেনাই।আজ মৃত অবস্থায় নদীতে তার মরদেহ উদ্ধার হল। কিছুক্ষণ আগে পুলিশ মরদেহ নিয়ে গেল।
কথা হলে জলঢাকা থানা অফিসার ইনচার্জ
মোক্তারুর আলম জানান মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক হসপিতালে পাঠানো হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর কি কারণে তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট জানাযাবে।