শনিবার, ০৩ মে ২০২৫, ০৯:৪৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত বাংলাদেশ নৌ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক। খাগড়াছড়িতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী বলী খেলা উদ্বোধন লোহাগাড়া ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী ও বর্ষবরণ অনুষ্ঠান সাতকানিয়ায় মোবাইল কোর্ট পরিচালনায় অস্বাস্থ্যকর পন্য জব্দ৷ এলএস বাইকারস দের নিয়ে যাত্রা শুরু৷ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লোহাগাড়ায় মাঠে সাধারণ শিক্ষার্থীগন। লোহাগড়ায় শ্রীঘরে নগদ টাকা ও ইয়াবা জব্দ। লোহাগড়ায় দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। প্রকাশ্যে ছুরি মেরে হত্যার মূল আসামি কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

নড়াইলে ৯ নং শিঙ্গাশোলপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

নড়াইলে ৯ নং শিঙ্গাশোলপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

এম মাহমুদুল হাসান (নিপুন)।
নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলে ৯ নং শিঙ্গাশোলপুর কালীপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শতবর্ষ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ২৫ এপ্রিল,( মঙ্গলবার) আখতার হোসেন কিংকুর সঞ্চালনায়,
অনুষ্ঠানে,প্রধান অতিথিঃ হিসেবে উপস্থিত ছিলেন,মাননীয় সংসদ সদস্য জনাব,বি এম কবিরুল হক মুক্তি। নড়াইল -১ আসন।
উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, আশরাফ হক চৌধুরী (জেলা প্রশাষক নড়াইল)।
প্রধান আলোচকঃ ডাঃ মোঃ আহসান হাবিব ( চেয়ারম্যান যশোর শিক্ষা বোর্ড)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খায়রুজ্জামান খায়ের (সভাপতি শিংগাশোলপুর কালিপ্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়)। সার্বিক তত্বাবধানে ছিলেন আবদুল্লাহ শেখ,উপস্থিত ছিলেন মিল্টন শেখ ( দিশারী শোলপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি) জারজিজ মোল্লা সহ আরো অনেকে।
এসময় গুনিজন ও প্রবীন শিক্ষকদের মাঝে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। নবীণ প্রবীণ ছাত্র শিক্ষকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গন। শতবর্ষ উদযাপনকে ঘিরে সারাদিন ছিলো নানা আয়োজন। এসময় আনন্দ র্্যলি বের করা হয়।নবীন,প্রবিন ছাএ,ছাএী, শিক্ষক,শিক্ষিকাদের আনন্দ মিছিলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ আয়জনকে ঘিরে গ্রামীন বাহারি হরেক রকমের ঐতিহ্যবাহী খাবারের দোকান বসে। আগত সকলের চোখে মুখে যেন খুশির ঝলক। হাজার প্রানের এ মিলন মেলা দেখে মনে হয় এ জেন এক আনন্দ নগরী।
রাতে গান পরিবেশ করেন, হারমনিয়াম জাদুকর, নকুল কুমার বিস্বাস। এসময় খুলনা সিল্ভা শিল্পী গোষ্ঠির নাচে গানে যোগ হয় এক ভিন্ন মাএা।
সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন, ডিবি নড়াইল ও মির্জাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে মির্জাপুর ক্যম্পের সকল পুলিশ প্রষাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com