শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী ছাত্রের গলায় ফাঁসদিয়ে মৃত্যু,
সত্যেন্দ্রনাথ রায় ঃ- নীলফামারী
নীলফামারীর চিলাহাটিতে জাহাঙ্গীরনগর বিশ্বববিদ্যালয় পড়ুয়া আরাফাত সিয়াম নামে (২০) এক ছাত্রের মৃত্যু হয়েছে।
ঘটনা মমঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হল রুমে আরাফাত সিয়াম নামে এক মেধাবী ছাত্র আত্মহত্যা করেছে। মৃতের ঠিকানা নীলফামারী
ডোমার উপজেলার চিলাহাটি ভোগডাবুড়ী ইউনিয়নের দলিল লেখক আতিকুর রহমানের ছেলে।
মঙ্গলবার এম্বুলেন্স করে তার লাশঁ বাসায় আনে এবং পারিবারিক কবর স্থানে দাফন করা
হয়েছে।
জানাযায় সে-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। মৃত্যুর আগে আরাফাত তার ফেঁস বুক পোষ্টে মৃত্যু সম্পর্কিত একটি পোষ্টদেয়। যা আত্মহত্যার বিষয় ইঙ্গিত করে।সে মেডিটেশন করতেন বলে তার পোষ্ট থেকে জানাযায়।
এক শিক্ষার্থী জানান মঙ্গলবার তার রুমবন্ধ ছিল বিকেল ও বন্ধদেখে এক শিক্ষার্থী তার দরজা ও জানালায় ধাক্কা দেয়।পরে উকিমেরে
ফাক দিয়ে দ্যাখেন তার দেহ ঝুলছে।উপস্থিত সবাই মিলে দরজা ভেঙ্গে উদ্ধার করে
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়েগেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
সেখানকার চিকিৎসক বীরেন্দ্র কুমার বিশ্বাস
বলেন মঙ্গলবার সন্ধ্যা ৭ টা১৫ মিনিটে তাকে
এখানে আনা হয়,পরীক্ষা করে দেখি আগেই তার মৃত্যু ঘটেছে।
মৃত্যুর আগের দিন সোমবার ৪ টা ২৫ মিনিট
তার ফেসবুক পেজএ ষ্ট্যাটাস দেয় ওন দ্য ওয়ে
টু অন্টারনিটি, শিরোনামে বলা হয় আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়েগেছি। এটি একটি স্বর্গীয় মুহুর্ত।যে বইটি পরত সিয়াম তার
নাম,ডেথ,বুক ফর অল দোজ হু শ্যাল ডাই।